দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৩৭ -এ নিভে গেল জীবনদ্বীপ। প্রয়াত নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ় ‘টয়-বয় (Toy Boy)’-এ ইভান চরিত্রে অভিনয় করা অভিনেতা জোসে দে লা তোরে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন অভিনেতা। জানিয়েছিলেন বিনোদন জগত থেকে খানিক সময় বিরতি নেওয়ার কথা।গত জুন মাসে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন,সেখানে তিনি উল্লেখ করেছিলেন তাঁর অসুস্থতার কথা।
জোসে দে লা তোরের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা,পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বহু তারকা। অভিনেত্রী লুইসা মার্টিন এবং গায়িকা লোলিতা ফ্লোরেস সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনাও করেছেন। লিখেছেন,‘এমনটা হতে পারে আমি ভাবতেও পারছি না। আর কখনও তোমার সঙ্গে কথা বলতে পারব না। তবে আমি তোমার সঙ্গে কথা বলব মনে মনেই আজীবন। তোমাকে খুবই ভালোবাসি।’
তাঁর পরিবার বলতে বাবা-মা-বোন। গত ৩-রা জুন অভিনেতা ইনস্টাগ্রামে ক্যাপশন-সহ একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লিখেছিলেন, 'ক্যানারি দ্বীপপুঞ্জে আসার আনন্দ, বন্ধুদের সঙ্গে দেখা হওয়া এবং মৃত্যুর আগে পর্যন্ত এই সুন্দর জীবন উপভোগ করে চলার আনন্দই আলাদা।'
জোসে দে লা তোরে স্প্যানিশ থ্রিলার টয় বয়-এ ইভান চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন, একটি স্প্যানিশ থ্রিলার যিনি তিনি করেননি এমন একটি অপরাধের জন্য তার নির্দোষতা প্রমাণ করতে চেয়েছিলেন। এই সিরিজ, যা 2019 থেকে 2021 পর্যন্ত প্রচারিত হয়েছিল, দুটি সিজন ধরে চলেছিল এবং Netflix-এ বিশ্বব্যাপী দর্শক সংগ্রহ করেছিল। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বিনোদন জগত সহ তাঁর অনুরাগী মহল।