লখনউ, ১৩ ডিসেম্বর : "এক দেশ, এক ভোট" প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, "এক দেশ, এক ভোট" বিজেপির নির্বাচনে জেতার 'জুগাড়'। শুক্রবার সংসদ চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অখিলেশ যাদব বলেছেন, "এক দেশ, এক ভোট" আসলে বিজেপির নির্বাচনে জেতার 'জুগাড়'।
লোকসভায় সংবিধান নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, "সংবিধান রক্ষা করা প্রত্যেকের দায়িত্ব। সংবিধান আমাদের (পিডিএ পরিবার) এগিয়ে যাওয়ার পথ দেখায় এবং আমাদের রক্ষা করে। সংবিধান রক্ষার দায়িত্ব 'পিডিএ পরিবার'-এর। সরকারের সিদ্ধান্তের কারণে দেশে বৈষম্য বেড়েছে। ধর্মনিরপেক্ষতা জোরদার করতে হবে।"