দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হল ইউন সুক ইওল-কে । সে দেশের আইনপ্রণেতাদের ভোটে ইওলকে বরখাস্ত করার পক্ষেই অধিকাংশ ভোট পড়ে।সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সামরিক আইন জারির কথা ঘোষণা করেছিলেন তিনি। এরপরই দেশজুড়ে প্রবল বিক্ষোভ শুরু হয়। যার জেরে শেষ পর্যন্ত পিছু হটে দক্ষিণ কোরিয়া সরকার। জারির কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাহার করে নেওয়া হয় সামরিক আইন।
আইনপ্রণেতাদের ভোটাভুটিতে ইওলের বরখাস্তের প্রস্তাবের পক্ষে ২০৪ জন পার্লামেন্ট সদস্য ভোট দিয়েছেন। মোট ৩০০ জনের মধ্যে মাত্র ৮৫ জন সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। তিনজন অনুপস্থিত ছিলেন। বাকি আটজনের ভোট বাতিল হয়েছে। এবার ইওলের পরিবর্তে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাবেন প্রধানমন্ত্রী হান ডাক-সু। অন্যদিকে এবার ইওলের ভবিষ্যত নিয়ে রায় দেবে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত। আগামী ১৮০ দিনের মধ্যে একটি চূড়ান্ত রায় দেওয়া হবে। এই আদালতই স্থির করবে ইওলের অপসারণ বহাল থাকবে কি না। অপসারণ বহাল থাকলে এরপর আগামী ৬০ দিনের মধ্যে নতুন করে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। এদিন পার্লামেন্টে ভোটাভুটি প্রক্রিয়া চলাকালীন বাইরে বহু মানুষ জমায়েত করেছিলেন। প্রেসিডেন্টের বরখাস্তের দাবিতে পোস্টার হাতে বিক্ষোভ–সহ স্লোগান দিতে থাকেন তাঁরা।