Tripura

16 hours ago

MP Rajeev Bhattacharya: নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে : সাংসদ রাজীব ভট্টাচার্য

MP Rajeev Bhattacharya
MP Rajeev Bhattacharya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  প্রতিনিয়ত যুব সমাজ নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসতে হবে। বুধবার আগরতলায় প্রান্তিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য।

রাজধানীর প্রান্তিক ক্লাবের পাঁচ দিন ব্যাপী প্রান্তিক উৎসবের সুচনা হয়েছে। এদিন প্রভাত ফেরীর মাধ্যমে ওই উৎসবের সূচনা হয়েছে।  ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন হল প্রান্তিক উৎসবের। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী। তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী, প্রান্তিক উৎসব কমিটির চেয়ারম্যান চিকিৎসক প্রদীপ ভৌমিক, ক্লাব সভাপতি দিলীপ কুমার নাথ, ক্লাব সম্পাদক দিব্যেন্দু দত্ত এবং প্রান্তিক নামকরণের প্রতিষ্ঠাতা হরিহর সাহা।

সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বন্যায় দুঃস্থদের পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছে প্রান্তিক ক্লাব। সবসময় প্রান্তিক ক্লাবের পক্ষ থেকে সামাজিক কাজ করা হয়। প্রান্তিক উৎসবের উদ্বোধন করে নেশা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য্য। তিনি নেশার বিরুদ্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।


You might also like!