ধর্মনগর : উত্তর ত্রিপুরা জেলায় ভোটগ্রহণ কেন্দ্রের পুনর্বিন্যাস নিয়ে জেলাশাসক ও সমাহর্তার কার্যালয়ে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা বিপ্লব দাস। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় উত্তর ত্রিপুরা জেলার ভোটারদের সুবিধার জন্য ১১টি নতুন ভোটগ্রহণ কেন্দ্র খোলার প্রস্তাব গৃহিত হয়েছে। উত্তর ত্রিপুরা জেলায় ৭টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের জন্য ৩৬১টি ভোট কেন্দ্র রয়েছে। ১১টি নতুন ভোট কেন্দ্র খোলার পর জেলায় মোট ৩৭২টি ভোটগ্রহণ কেন্দ্র হবে। সভায় ডেপুটি কালেক্টর অভিরাম দেববর্মা একথা জানান। তিনি আরও জানিয়েছেন ১১টি নতুন ভোট কেন্দ্রের মধ্যে ৫৮-পানিসাগর বিধানসভা কেন্দ্রে ৫টি, ৫৯-পেঁচারখল বিধানসভা কেন্দ্রে ১টি এবং ৬০-কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে ৫টি নতুন ভোট কেন্দ্র করা হবে।
তাছাড়াও তিনি জানান, ৫৮-পানিসাগর বিধানসভা কেন্দ্রে ২টি ভোট কেন্দ্র, ৬০-কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের ২টি ভোট কেন্দ্র সহ মোট ৪টি ভোট কেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে। ৫৫-বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২টি ভোটগ্রহণ কেন্দ্রের নাম পরিবর্তন করার জন্যও সভায় প্রস্তাব গ্রহণ করা হয়েছে।
এদিকে, এছাড়া উপস্থিত ছিলেন জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর অভিরাম দেববর্মা, ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক কার্যালয়ের নির্বাচন বিভাগের আধিকারিকরা।