Technology

1 month ago

Aadhaar Lock : এসএমএসের মাধ্যমে আধার বায়োমেট্রিক আনলক করতে চান? উপায় বলে দিল UIDAI

Want to Unlock Aadhaar Biometric via SMS? UIDAI said the way
Want to Unlock Aadhaar Biometric via SMS? UIDAI said the way

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কিছুদিন আধার কার্ড নিয়ে নানা জালিয়াতির খবর সামনে আসছিল। সেই সময় বিশেষজ্ঞরা বায়োমেট্রিক লক করার কথা জানিয়েছিলেন। তা করেছেন অনেকেই। কিন্তু, বিভিন্ন কাজে আধার বায়োমেট্রিক আনলক করার দরকার পড়ে। সেক্ষেত্রে কোনও ওয়েবসাইটে না গিয়েও তা করতে পারবেন। এর জন্য একটি বিকল্প উপায় রেখেছে UIDAI।

সাধারণত আধার কার্ডের বায়োমেট্রিক যে ভাবে লক করেন, ঠিক সে ভাবে আনলকও করা যায়। কিন্তু, দরকারে দ্রুত করার জন্য শুধু SMS পাঠিয়েও আধার আনলক করতে পারবেন। এই প্রতিবেদনে দুটি উপায় জানানো হল। প্রথম mAadhaar অ্যাপের মাধ্যমে কী ভাবে আনলক করবেন। দ্বিতীয় SMS-এর মাধ্যমে কী ভাবে আনলক করবেন। চলুন জেনে নেওয়া যাক।

mAadhaar অ্যাপের মাধ্যমে আধার বায়োমেট্রিক আনলক

এর জন্য প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোরে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

তারপর আধার নম্বর, ফোন নম্বর ইত্যাদি দিয়ে লগ ইন করতে হবে।

এবার ‘My Aadhaar’ অপশনে ট্যাপ করুন।

এখানে আধার নম্বর, ক্যাপচা কোড এবং ওটিপি দিতে হবে।

এবার পরবর্তী পেজে লক/আনলকের অপশন পেয়ে যাবেন।

SMS দিয়ে কী ভাবে আনলক করবেন আধার বায়োমেট্রিক?

1. সহজ কিছু ধাপ মেনে চললেই SMS-এর মাধ্যমে আধার কার্ডের বায়োমেট্রিক তথ্য আনলক করা যাবে। তবে তার আগে ভার্চুয়াল আইডি নিশ্চিত করতে হবে। আপনি যদি ভার্চুয়াল আইডি বানাতে চান তাহলে -

2. ফোনের SMS অপশনে গিয়ে টাইপ করুন GVID স্পেস আধার কার্ডের শেষ 4 ডিজিট। তারপর এই মেসেজ পাঠিয়ে দিন 1947 নম্বরে। এবার ওটিপির জন্য আবেদন করতে হবে। একই ভাবে SMS-এ গিয়ে টাইপ করুন GETOTP স্পেস ভার্চুয়াল আইডির শেষ 6 ডিজিট।

3. এবার আনলক করার জন্য 1947 নম্বরে SMS করুন UNLOCKUID স্পেস ভার্চুয়াল আইডির শেষ 6 ডিজিট স্পেস 6 ডিজিটের ওটিপি। তারপর ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার আধার বায়োমেট্রিক আনলক হয়ে যাবে। ফোনে মেসেজ করে সেই তথ্য জানিয়ে দেবে UIDAI।

কতক্ষণ আনলক থাকবে? জানুন টাইম পিরিয়ড

উল্লেখ্য, আপনি যদি mAadhaar অ্যাপের মাধ্যমে আনলক করেন তাহলে তা 10 মিনিটের জন্য আনলক হবে। তারপর সেটি অটোমেটিক লক হয়ে যাবে। তাই আপনি যদি আধার কার্ড ব্যবহার করতে চান তার আগে অবশ্যই তার বায়োমেট্রিক আনলক করে নেবেন।

You might also like!