দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে X সিরিজের নতুন দুটি ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এল ভিভো। কোম্পানির পক্ষ থেকে ইতিমধ্যেই চিনে এই ফোন লঞ্চ করা হয়েছে। অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে, এখনও পর্যন্ত গ্লোবাল লঞ্চের বিষয় কিছু ঘোষণা করা হয়নি। তবে, মনে করা হচ্ছে ভারতেও গ্রাহকরাও খুব শীঘ্রই এই ফোন হাতে পাবেন।
এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন
Vivo X100s এবং Vivo X100s Pro এই ফোন দুটির অ্যামোলেড কার্ভ ডিসপ্লে রয়েছে। সঙ্গে রয়েছে MediaTek Dimensity 9300+ অক্টাকোর প্রসেসর। এই দুর্দান্ত ফিচার ছাড়াও এই ফোনের ক্ষেত্রে নজর দেওয়া হয়েছে পাওয়ার ব্যাকআপের দিকেও। X100s স্মার্টফোনে 5,100mAh Battery এবং Vivo X100s Pro স্মার্টফোনে 5,400mAh ব্যাটারি রয়েছে। সঙ্গে রয়েছে ফাস্ট চার্জার।
ক্যামেরার দিক থেকেও এই দুটি ফোনকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। Vivo X100s Pro স্মার্টফোনে ব্যাক প্যানেলে OIS ফিচার সহ 50MP মেন সেন্সর, 50MP Ultra wide এঙ্গেল লেন্স এবং 4.3X 50MP Periscope সেন্সর দেওয়া হয়েছে।
আর Vivo X100s স্মার্টফোনে 50MP মেইন সেন্সর এবং 50MP Ultra wide এঙ্গেল লেন্স সহ 3X 64MP Periscope লেন্স যোগ করা হয়েছে। যার ফলে এই ফোনে দুর্দান্ত ছবি আসবে তা আর বলার অপেক্ষা থাকে না। দামও রয়েছে সাধ্যের মধ্যেই ভিভো x100s ফোনের দাম শুরু হচ্ছে ৪৭ হাজার টাকা থেকে। আর vivo 100s Proএর দাম শুরু হচ্ছে ৫৮ হাজার ৯০০ টাকা থেকে।