Technology

1 year ago

BSNL ইউজারদের জন্য 180 দিন পর্যন্ত চলবে দুটি নতুন প্ল্যান

BSNL
BSNL

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দেশের সরকারি টেলিকম কোম্পানি BSNL ও তাদের ইউজারদের আরও সুবিধা দেওয়ার জন্য নতুন নতুন প্ল্যান পেশ করে থাকে। এবার কোম্পানি একসঙ্গে দুটি নতুন প্ল্যান পেশ করেছে। কোম্পানি এই দুটি নতুন প্ল্যানের নাম রেখেছে রিটায়ারমেন্ট প্ল্যান। এই প্ল্যানদুটির দাম 411 টাকা ও 788 এবং ভ্যালিডিটি যথাক্রমে 90 দিন এবং 180 দিন। চলুন সবিস্তারে দেখে নেওয়া যাক এই নতুন প্ল্যানদুটির সমস্ত বেনিফিট সম্পর্কে।

BSNL এর 411 টাকা দামের প্ল্যান

এই প্ল্যানে 90 দিন ভ্যালিডিটি সহ প্রতিদিন 2GB করে ডেটা পাওয়া যায়।

অর্থাৎ এই প্ল্যানে ইউজাররা মোট 180GB ডেটা উপভোগ করতে পারবেন।

ডেইলি লিমিট শেষ হয়ে গেলে স্পীড কমে 40kbps হয়ে যাবে।

BSNL এর 788 টাকা দামের প্ল্যান

BSNL এর 788 টাকা দামের ভাউচারে 180 দিন ভ্যালিডিটি পাওয়া যায়।

প্রতিদিন 2GB করে এই প্ল্যানে মোট 360GB ডেটা পাওয়া যায়।

দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পীড কমে 40kbps হয়ে যায়।

জানিয়ে রাখি এই দুটি প্ল্যানই ডেটা ভাউচার। অর্থাৎ এই প্ল্যানগুলি উপস্থিত প্ল্যানকে বুস্ট করবে, নাম্বার অ্যাক্টিভেট করবে না। নাম্বার অ্যাক্টিভেট করার জন্য সাধারণ রিচার্জ প্ল্যান প্রয়োজন হয়। এই দুটি প্ল্যান গোটা দেশের সমস্ত গ্রাহকদের জন্য চালু করে দেওয়া হয়েছে। 

কোম্পানি এই দুটি নতুন ডেটা ভাউচার চাপচাপ পেশ করেছে। যেসব গ্রাহকরা দীর্ঘ ভ্যালিডিটির জন্য ডেটা ভাউচার রিচার্জ করতে চান তাদের জন্য এই প্ল্যান যথেষ্ট সুবিধার হতে চলেছে। কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের 4জি প্ল্যান চালু করতে চলেছে, এরপর এই প্ল্যান আরও বেশি উপকারি হয়ে যাবে।

You might also like!