
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কেমন ধরনের জীবনসঙ্গী তাঁর পছন্দ? ক্রিকেট তারকা স্মৃতি মন্ধানা নিজের মনের এই কথাটি পূর্বেই ভাগ করে নিয়েছিলেন। পলাশ মুচ্ছলের সঙ্গে তাঁর প্রত্যাশিত বিয়ে স্থগিত হওয়ার পরেই স্মৃতির সেই পুরনো মন্তব্যটি আবার আলোচনায় উঠে এসেছে।
গত ২৩ নভেম্বর স্মৃতি ও পলাশের চার হাত এক হওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়ায় বিয়েটি বন্ধ হয়ে যায়। এর পরপরই পলাশের সঙ্গে এক অন্য মহিলার কথোপকথনের স্ক্রিনশট সর্বজনীন হয়। এই ঘটনায় প্রশ্ন উঠতে থাকে, পলাশ কি তবে প্রতারণা করছিলেন? এই বিতর্কের মাঝেই স্মৃতির একটি আগের মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে। সেখানে এই ক্রিকেটতারকা জানিয়েছিলেন যে, ঠিক কেমন পুরুষ তাঁর পছন্দ।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে এসেছিলেন স্মৃতি। সেখানে এক অনুরাগী তাঁকে প্রশ্ন করেছিলেন, “আপনার অসংখ্য পুরুষ অনুরাগী রয়েছে। পুরুষদের মধ্যে কোন গুণটা আপনার পছন্দ?” প্রশ্ন শুনে অবাক হয়েছিলেন স্মৃতি। হাসতে হাসতে বলেছিলেন, “এমন প্রশ্ন আমি প্রত্যাশা করিনি। ছেলেটা যেন ভাল হয়। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” এই শুনে অনুষ্ঠানের সঞ্চালক অমিতাভ বচ্চন তাঁকে আরও বিশদে পছন্দের পুরুষের বর্ণনা দিতে বলেন।
স্মৃতি বলেছিলেন, “সে যেন যত্নশীল হয়। আমাকে এবং আমার পেশাকে যেন সে বোঝে। এই দুটো সবচেয়ে জরুরি বিষয়। কারণ মেয়ে হিসাবে আমি কিন্তু তাকে বেশি সময় দিতে পারব না। সেটা যেন সে বুঝতে পারে। এগুলোই আমি দেখি একজন পুরুষের মধ্যে।”
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই দুঃখপ্রকাশ করছেন স্মৃতির অনুরাগীরা। তাঁদের বক্তব্য, “এত কম চাহিদা থাকতেও, স্মৃতির মতো সফল মানুষকেও প্রতারিত হল।” যদিও ওই স্ক্রিনশটের সত্যতা এখনও ধোঁয়াশায়। স্মৃতি বা পলাশ কেউই এখনও এই বিষয়ে মুখ খোলেননি।
