Breaking News
 
INDIA VsSouth Africa : ক্লাব স্তরের ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকার কাছে হার! সাড়ে তিন ঘণ্টাতেই গুটিয়ে গেল গম্ভীরের ভারত, হতাশাজনক সমাপ্তি Partha Chatterjee:বিচারকের মুখে 'পচা শামুকে পা কাটবেন না' মন্তব্য! জামিন বাতিলের হুঁশিয়ারিও দিলেন ক্ষুব্ধ আদালত Mamata Banerjee: 'BLO-দের ৪৮ ঘণ্টা বসিয়ে রাখা অমানবিক!'— কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Smriti Mandhana and Palash Muchhal :ভাইরাল চ্যাট স্ক্রিনশট! পলাশের বিরুদ্ধে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, স্মৃতিকে 'চিট' করার জল্পনা Celina Jaitly :স্বামীর বিরুদ্ধে জোর করে অস্বাভাবিক যৌনতা ও অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের বিস্ফোরক অভিযোগ সেলিনা জেটলির Rukmini Maitra and Dev: দেবের সঙ্গে কবে বিয়ে? বিয়ের তারিখ নিয়ে মুখ খুললেন রুক্মিণী, বললেন সেই 'বিশেষ দিন'-এর কথা

 

Horoscope

32 minutes ago

Tripura Bhairavi Jayanti:ত্রিপুর ভৈরবী পূজা আসন্ন! দশ মহাবিদ্যার অন্যতম এই দেবীর আশীর্বাদ লাভের সহজ উপায় কী?

Tripura Bhairavi Jayanti
Tripura Bhairavi Jayanti

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রতি বৎসর অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথিতে ত্রিপুর ভৈরবী জয়ন্তী উদযাপিত হয়। দশ মহাবিদ্যার মধ্যে অন্যতম ত্রিপুর ভৈরবী পঞ্চ মহাবিদ্যাদের একজন। এই বিশেষ দিনে ভক্তরা দেবী ত্রিপুর ভৈরবীর নামে ব্রত রাখেন এবং তাঁর আরাধনায় অংশ নেন।

ত্রিপুর ভৈরবীর অনুগ্রহে মানুষের মনের আতঙ্ক দূর হয় এবং তারা প্রতিপক্ষকে পরাজিত করার শক্তি পান। দেবীর শুভেচ্ছায় আয়ের নতুন পথ খুলে যায় এবং পেশাগত জীবনে সাফল্য আসে। ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, দেবী মহাকালীর শরীর থেকেই ত্রিপুর ভৈরবীর উৎপত্তি হয়েছে।

অঘ্রাণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় ত্রিপুর ভৈরবী জয়ন্তী। এই বছর অঘ্রাণ পূর্ণিমা পড়েছে আগামী ৪ ডিসেম্বর সকাল ৮টা ৩৭ মিনিট থেকে এবং ৫ ডিসেম্বর সকাল ৪টে ৪৩ মিনিট পর্যন্ত পূর্ণিমা থাকবে। উদয়া তিথি অনুসারে ত্রিপুর ভৈরবী জয়ন্তী পালিত হবে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর।

ত্রিপুর ভৈরবী জয়ন্তী পুজোর শুভ সময়ত্রিপুর ভৈরবী জয়ন্তীতে ব্রাহ্ম মুহূর্ত থাকবে ভোর ৫টা ১০ মিনিট থেকে ভোর ৬টা ৪ মিনিট পর্যন্ত।

অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল ১১টা ৫০ মিনিট থেকে বেলা ১২টা ৩২ মিনিট পর্যন্ত।

নিশীথ কালের পুজোর সময় রাত ১১টা ১৫ মিনিট থেকে রাত ১২টা ৩৯ মিনিট পর্যন্ত।

ত্রিপুর ভৈরবী জয়ন্তীর শুভ যো

জ্যোতিষ অনুসারে ত্রিপুর ভৈরবী জয়ন্তীতে তিনটি শুভ যোগ থাকছে।

সকাল ৬টা ৫৯ মিনিট থেকে দুপুর ২টো ৫৪ মিনিট পর্যন্ত থাকবে রবি যোগ।

ভোর থেকে বেলা ১২টা ৩৪ মিনিট পর্যন্ত থাকবে শিব যোগ।

শিব যোগের অবসান হলে গঠিন হবে সিদ্ধ যোগ।

ত্রিপুর ভৈরবী জয়ন্তীর পূজাবিধ

এই দিনে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নিন।পুজোর ঘর পরিষ্কার করে ভালো করে গঙ্গাজল ছিটিয়ে নিন।

বেদির উপর দেবী মূর্তি স্থাপন করুন।

দেবীর সামনে জলভর্তি কলস স্থাপন করুন।

দেবীকে সিঁদুরের টিপ পরান ও লাল ফুলের মালা পরান।

ফল ও মিষ্টি নিবেদন করুন।

দেবীর সামনে তিল তেলের প্রদীপ জ্বালিয়ে দিন।

এরপর কর্পূর দিয়ে আরতি করুন।

You might also like!