Cooking

1 hour ago

Perfect Aloo Paratha: ফাটা পরোটা নয়, নিখুঁত পরোটা! এই টিপস মানলেই পাবেন নিখুঁত ধাবা-স্টাইল আলুর পরোটার স্বাদ

Perfect Aloo Paratha
Perfect Aloo Paratha

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবি খাবার হলেও আলুর পরোটা এখন দেশজুড়ে জনপ্রিয়। বিশেষ করে শীতের সকালে ঠান্ডা দইয়ের সঙ্গে গরম গরম আলুর পরোটা হলে প্রাতরাশই জমে যায়! রেসিপি সহজ হলেও বানাতে গিয়ে বেশ ঝামেলায় পড়তে হয়— ধাবার মতো নিখুঁত পরোটা ঘরোয়া রান্নায় তৈরি হয় না অনেকেরই। বেলার সময় পুর বেরিয়ে আসে, আকারও ঠিক থাকে না। কীভাবে বানালে হবে একেবারে পারফেক্ট পরোটা? জেনে নিন কয়েকটি সহজ কৌশল, যা মেনে চললেই বাড়িতেই পাবেন দোকানের মতো আলুর পরোটা। 

১) আলুসেদ্ধ মাখার সময়ে আলু থেকে সব জল বার করে নিতে হবে। পুর যতটা শুকনো হবে, পরোটা বেলতে তত সুবিধা হবে। প্রয়োজনে পুরের মধ্যে এক চামচ বেসন ছড়িয়ে দিলেও পুরের ভিতরে আর কোনও জল থাকবে না। আলু মাখার সময়ে দেখে নিন, আলুমাখার মধ্যে কোথাও যেন দলা পেকে না থাকে। খুব ভাল হয়, যদি যে দিন পরোটা বানাবেন তার আগের দিন পুরটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন।

২) আলুর মশলা আগে থেকে বানিয়ে রাখলেও নুন পরে দেবেন। নইলে মশলা থেকে জল বেরিয়ে যেতে পারে। কেবল আলুতেই নয়, ময়দা মাখার সময় তাতেও নুন দিতে হবে। এতে স্বাদ বেশি ভাল হবে।

৩) ধনেপাতা, পেঁয়াজ এবং কাঁচালঙ্কা যতটা সম্ভব সরু সরু করে কাটবেন। না হলে পরোটা বেলার সময়ে পুর বেরিয়ে আসবে আর বেলতেও সমস্যা হবে।

৪) যদি বেলার সময়ে পরোটা চাকির সঙ্গে আটকে যায়, তা হলে ‌ঘাবড়ে যাবেন না। সামান্য ময়দা দিলেই এই সমস্যার সমা‌ধান সম্ভব।

৫) পরোটা বেলার সময়ে হালকা হাতে চাপ দেবেন, তা হলেই ভিতরের পুর ভাল করে ছড়িয়ে যাবে।

৬) এর পরেও সমস্যা হলে আলুর পুর আর ময়দা একসঙ্গেই মেখে নিতে পারেন। তাতেও স্বাদ ভালই হবে।

৭) ধাবাগুলিতে পরোটা ভাজার সময় ঘি ব্যবহার করা হয়, তাতেই স্বাদ বাড়ে। তাই তেলে নয় দোকানের মতো পরোটা খেতে হলে ঘিয়ে পরোটা ভাজুন।

You might also like!