Breaking News
 
INDIA VsSouth Africa : ক্লাব স্তরের ক্রিকেট খেলে দক্ষিণ আফ্রিকার কাছে হার! সাড়ে তিন ঘণ্টাতেই গুটিয়ে গেল গম্ভীরের ভারত, হতাশাজনক সমাপ্তি Partha Chatterjee:বিচারকের মুখে 'পচা শামুকে পা কাটবেন না' মন্তব্য! জামিন বাতিলের হুঁশিয়ারিও দিলেন ক্ষুব্ধ আদালত Mamata Banerjee: 'BLO-দের ৪৮ ঘণ্টা বসিয়ে রাখা অমানবিক!'— কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Smriti Mandhana and Palash Muchhal :ভাইরাল চ্যাট স্ক্রিনশট! পলাশের বিরুদ্ধে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ, স্মৃতিকে 'চিট' করার জল্পনা Celina Jaitly :স্বামীর বিরুদ্ধে জোর করে অস্বাভাবিক যৌনতা ও অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কের বিস্ফোরক অভিযোগ সেলিনা জেটলির Rukmini Maitra and Dev: দেবের সঙ্গে কবে বিয়ে? বিয়ের তারিখ নিয়ে মুখ খুললেন রুক্মিণী, বললেন সেই 'বিশেষ দিন'-এর কথা

 

Technology

38 minutes ago

Google: আপনার প্রতিটি ক্লিক কি নজরদারিতে? গুগল ট্র্যাকিং বন্ধ করুন এখনই!

Google
Google

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: যুগ এখন প্রযুক্তিনির্ভর, আর এই সময় ব্যক্তিগত তথ্য নাকি সহজেই গুগলের হাতে পৌঁছে যাচ্ছে! ব্যবহারকারীর সার্চ হিস্ট্রি, অবস্থান, এমনকি কথাবার্তাও ট্র্যাক করা হচ্ছে—এমনটাই শোনা যাচ্ছে। সাম্প্রতিক সংবাদে দাবি করা হয়েছে, গুগল নাকি ইউজারদের জিমেল বার্তা স্ক্যান করে তাদের এআই মডেলকে প্রশিক্ষণ দিচ্ছে। তবে গুগল এই অভিযোগকে ‘ভুল ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছে।

দেখা যাচ্ছে, প্রায় প্রতিটি ডিভাইসেই এখন সক্রিয় থাকে স্মার্ট ফিচার, আর এর কারণেই গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা বাড়ছে। তবে চাইলে এই ফিচার বন্ধ করে ঝুঁকি অনেকটাই কমানো যায়। চলুন, স্মার্ট ফিচার আসলে কী—তা জেনে নেওয়া যাক।

গুগলের তরফে পরিষ্কার জানানো হয়েছে, স্মার্ট ফিচার হল এমন সব টুল যা জিমেল ইউজাররা বছরের পর বছর ধরে ব্যবহার করে আসছেন। যথা, স্পেল চেকিং, ক্যালেন্ডার ইন্টিগ্রেশন ইত্যাদি। এগুলি অন করা থাকলে সংস্থা কনটেন্টকে ব্যবহার করতে পারে ইউজারদের অভিজ্ঞতাকে আরও বর্ণনয় করে তুলতে। কিন্তু এটা জেমিনির ট্রেনিংয়ের তথ্য থেকে একেবারেই আলাদা বলে জানিয়ে দিয়েছে সুন্দর পিচাইয়ের সংস্থা।


কেমন করে অফ রাখবেন স্মার্ট ফিচার: 

ডেস্কটপের ক্ষেত্রে: 

* জিমেল খুলে সেটিংসে যান।

* সিলেক্ট করুন অল সেটিংসে।

* সেখান থেকে জেনালের ট্যাবে গিয়ে স্ক্রল ডাউন করে বেছে নিন ‘স্মার্ট ফিচার্স অ্যান্ড পার্সোনাইলেজেশন’-ও।

* ‘টার্ন অন স্মার্ট ফিচার্স ইন জিমেল, চ্যাট অ্যান্ড মিট’ লেখা বক্সের পাশে ‘আনচেক’ করে দিন।

* এরপর ‘গুগল ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার্স’-এ গিয়ে ক্লিক করুন ম্যানেজ ওয়ার্কস্পেস স্মার্ট ফিচার সেটিংসে। টার্ন অফ করুন।

* সবশেষে পেজের একেবারে নিচে ‘সেভ চেঞ্জেস’-এ ক্লিক করুন।

মোবাইলের ক্ষেত্রে: 

* আপনার ফোনে জিমেল অ্যাপ খুলে মেনু আইকনে ট্যাপ করুন।

* সেখান থেকে সেটিংসে যান। ট্যাপ করুন।

* যে অ্যাকাউন্টের জন্য পরিবর্তন করতে চান সেটা সিলেক্ট করুন।

* এবার জেনারেল সেকশনে গিয়ে স্মার্ট ফিচার্স খুঁজে বের করুন।

* স্মার্ট ফিচার্সের পাশে থাকা বক্সটি আনচেক করে দিন। 


You might also like!