Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Health

1 hour ago

Winter Health: শীতকালীন মরশুমে রোগ এড়াতে পালং খান নিয়মিত—জেনে নিন ৫টি স্বাস্থ্যগুণ!

Green Vegetable Spinach
Green Vegetable Spinach

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীত পড়তেই বাজার সেজে ওঠে নানারকম শাকসব্জিতে। তবে বছরের এই সময়টায় ডায়েট ঠিক না থাকলে বিভিন্ন রোগব্যাধির আশঙ্কাও বাড়ে। তাই স্বাস্থ্যের কথা ভেবে শীতের মৌসুমে ডায়েটে পালং শাক রাখা অত্যন্ত উপকারী। এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। জেনে নিন বিস্তারিত -

১) রোগ প্রতিরোধ ক্ষমতা: পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এ রয়েছে। তার ফলে সর্দি-কাশি থেকে দূরে থাকা সম্ভব। পালং শাকের মধ্যে উপস্থিত অ্যান্টি-অক্সিড্যান্ট দেহের প্রদাহের সঙ্গে মোকাবিলায় বিশেষ উপকারী।

২) হজমশক্তি বৃদ্ধি: পালং শাকের মধ্যে ফাইবারের পরিমাণ বেশি থাকায়, তা হজমশক্তি বৃদ্ধিতে সাহায্য করে। একই সঙ্গে পালংয়ের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ় এবং উদ্ভিজ্জ এনজ়াইম থাকে। তার ফলে খাবার সহজেই হজম হয়।

৩) ত্বকের স্বাস্থ্য: পালং শাকে উপস্থিত ভিটামিন ই এবং আয়রন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এই শাকের মধ্যে জলের পরিমাণও বেশি থাকায় দেহে জলের ভারসাম্য বজায় থাকে। পালং শাকে উপস্থিত বিটা ক্যারোটিন চোখের নীচের ফোলা ভাব এবং ত্বকের শুষ্ক ভাব দূর করতে সাহায্য করে।

৪) ক্লান্তিরোধক: পালং শাকে উপস্থিত আয়রন, ফোলেট এবং ম্যাগনেশিয়াম দেহে শক্তি বৃদ্ধি করে। তার ফলে ক্লান্তি দূর হয়।

৫) ওজন নিয়ন্ত্রণ: শীতের সময়ে খাওয়াদাওয়া বেশি হতে পারে। সে ক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে পালং শাক। কম ক্যালোরি এবং ফাইবারে পরপূর্ণ হওয়ায় ওজন বৃদ্ধি করে না এই শাক।

You might also like!