Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

1 month ago

Happy Marriage Tips: বিয়ের প্রথম পাঁচ বছরে ‘সেপারেট লাইভিং’–ই সুখী সংসারের চাবিকাঠি! কী বলছেন মনোবিজ্ঞানীরা?

Separate Living May Boost Marriage Happiness
Separate Living May Boost Marriage Happiness

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রবাদে আছে—বউ খুশি থাকলে সংসারও সুখী থাকে। কিন্তু আজকের সময়ে এসে ‘হ্যাপি ফ্যামিলি’ যেন ক্রমেই অধরা হয়ে যাচ্ছে। নানান কারণে ঘরে ঘরে অশান্তি বাড়ছে, যার প্রভাব পড়ছে স্বামী-স্ত্রীর সম্পর্কে; বেড়ে যাচ্ছে দূরত্ব। সমস্যার সমাধানে শত আলোচনা করেও ফল মেলে না অনেক সময়। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, সংসার সুখী রাখতে বিয়ের পর প্রথম পাঁচ বছর দম্পতিদের বাবা-মায়ের থেকে আলাদা থাকাই নাকি ভালো। কেন এমন মত, চলুন জেনে নিই।

১. বিশেষজ্ঞদের কথায়, বিয়ের পর সঙ্গীকে গুরুত্ব দেওয়া আবশ্যক। একটি মেয়ে পরিবার ছেড়ে যখন অন্য পরিবেশে থাকে তখন তাঁর নানারকম সমস্যা হওয়া স্বাভাবিক। তাই সেই সময় তাঁর যত্ন নেবে এমন মানুষ প্রয়োজন। কিন্তু সাধারণত দেখা যায়, বিয়ের পর শ্বশুরবাড়িতে গিয়ে বাকিদের কথা ভাবতে হয় নববধূর, কিন্তু তাঁর জন্যে কেউ নেই! যার প্রভাব পড়ে সম্পর্কে।

২. নতুন পরিবেশ, নতুন জীবন, কাজও নতুন। ফলে ভুলভ্রান্তি হওয়া খুব স্বাভাবিক। উচিত ভুল না ধরে শিখিয়ে নেওয়া। কিন্তু বড়দের সঙ্গে থাকলে, তাঁরা সাধারণত ভুল ধরেন, বকাঝকাও করেন। ফলে দূরে থেকে নিজেদের মতো করে সবটা শুরু করাই ভালো। এতে পরস্পরের প্রতি বিশ্বাস ও নির্ভরশীলতাও বাড়ে।

৩. বিয়ে করলে অনেক দায়িত্ব পালন করতে হয়, কিছু নিয়মও মানতে হয়। কিন্তু বিশেষজ্ঞদের কথায়, বিয়ের মূল কিন্তু দায়িত্ব নেওয়া নয়, বরং রোমান্সই আসল। কিন্তু শ্বশুর-শাশুড়ি, ভাসুর-দেওরকে নিয়ে সংসারে দায়িত্ব চেপে বসে নববধূর কাঁধে। যা যুগলের মধ্যে দূরত্ব বাড়িতে তোলে।

৪. প্রতিটি মেয়েই জানে বিয়ের পর জীবনটা বদলে যায়। নিজের ইচ্ছে মতো কিছু করার স্বাধীনতাও অনেকসময় হারিয়ে যায়। প্রতিক্ষেত্রেই বাড়ির বড়দের অনুমতির বিষয় থাকে। কোন আচরণে প্রশ্ন উঠতে পারে, তা ঘুরতে থাকে বধূর মাথায়। যা কখনই কাম্য নয়।

৫. নতুন বিয়ের পর সকলেই চান একান্তে সময় কাটাতে। কিন্তু পাঁচজনের সংসারে তা কার্যত অসম্ভব হয়ে ওঠে।

৬. বিয়ের পর দু’জনের একে অপরকে চেনার জন্য একটা সময় লাগেই। তার জন্য রুটিন ভাঙা খুব দরকার। ধরুন, রাত ১০ টায় মনে হল বাড়িতে নয়, ডিনার হবে বাইরে। বা মাঝরাতে ইচ্ছে হল ঘুরতে যেতে। ইচ্ছে মতো বাঁচতে হবে একসঙ্গে জীবন শুরুর পর যতদিন সম্ভব। তাই আলাদা থাকা প্রয়োজন। পরবর্তীতে সময়ের নিয়মে শিকড়ে তো ফিরতেই হবে।

You might also like!