দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ125 সিসির স্কুটির বাজারে সুজুকি আনছে নতুন মডেল। 2016 সালে প্রথম লঞ্চ হয় সুজুকি অ্যাক্সেস 125। 8 বছর পর স্কুটির নয়া ভার্সন লঞ্চ করতে চলেছে সংস্থা। নিত্য যাতায়াতে মানুষের ভরসা হয়ে উঠতে 10 ইঞ্চি রিয়ার হুইল, অতিরিক্ত স্টোরেজ স্পেস যোগ করতে চলেছে সুজুকি। এই স্কুটার তার লুক ও স্টাইলের জন্য যতটা পরিচিত, ঠিক ততটাই দক্ষ এটির মাইলেজ। প্রতি লিটারে 45 কিলোমিটার মাইলেজ দেয় এই স্কুটি।
Suzuki Access Electric ভারতে আসছে 2024 সালেই
সূত্রের দাবি, জাপানি সংস্থাটি তাদের প্রথম ইভি মডেল বাজারে লঞ্চের জন্য প্রস্তুত করে ফেলেছে। জাপানে সংস্থার প্রকৌশলীর সহায়তায় তৈরি করা হয়েছে এটি। গত দু’বছর ধরে সুজুকি তাদের Burgman Street electric-এর টেস্টিং চালিয়ে যাচ্ছে। তবে ভারতে তাদের সর্বপ্রথম বৈদ্যুতিক স্কুটার হিসাবে Access পা রাখবে। তবে কোন মাসে লঞ্চ হবে, তা এখনও অজানা।
সবার প্রথমে লঞ্চ হতে চলার সুযোগই ইলেকট্রিক স্কুটারটির নামকরণ হবে e-Access। বার্গম্যানের ক্ষেত্রেও নামকরণের একই পদ্ধতি লক্ষ্য করা গেছে, তা হচ্ছে – e-Burgman। অ্যাক্সেস ইলেকট্রিক ডিজাইন ও বডি কম্পোনেন্টের দিক থেকে তার পেট্রলের মডেলের মতোই দেখতৈ হবে। তবে পরিবেশবান্ধব বোঝাতে এতে থাকবে ব্লু পেইন্ট স্কিম। আর বাদ পড়বে এগজস্ট সিস্টেম।
এখনও পর্যন্ত আসন্ন Suzuki e-Access-এর ব্যাটারি, ইলেকট্রিক মোটর ও রাইডিং রেঞ্জ সম্পর্কে বিশদ তথ্য সামনে আসেনি। তবে পারফরম্যান্সের দিক থেকে এটি একটি 125 সিসি স্কুটারের সমতুল্য হবে বলেই অনুমান করা হচ্ছে। তবে দাম মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে ফিচার্সের তালিকার বেশি নাম থাকতে দেখা যাবে না।