Breaking News
 
High Court:‘দাগি’দের নামের তালিকায় সেরা ৫ জন কারা? হাইকোর্টের নির্দেশে ‘অযোগ্য’দের বিস্তারিত তথ্য প্রকাশ Rahul Gandhi:‘হারের হতাশা!’ রাহুলকে তুলোধোনা করে প্রাক্তন বিচারপতি-আমলাদের সেরা ৫ কড়া মন্তব্য SSC Case: শিক্ষক নিয়োগে সেরা ৫ দুর্নীতির অভিযোগ! আংশিক শিক্ষকদের নম্বর নিয়ে SSC জানাল হাইকোর্টে, ‘প্রার্থীপদ বাতিল হবে’ BLO in Alipurduar:এসআইআর নিয়ে কমিশনের সেরা ৫ ‘অত্যাচার’! বিএলও-র মৃত্যুতে মমতা সরাসরি তোপ দাগলেন Hardik Pandya: মাহিকাকে কোলে তুলে জীবনের সেরা ৫ 'সাধনার' কথা জানালেন হার্দিক! কী সেই ‘মাই বিগ থ্রি’? Cristiano Ronaldo: হোয়াইট হাউসে রোনাল্ডো-ট্রাম্পের সেরা ৫ গোপন কথা! আপ্লুত প্রেসিডেন্ট-পুত্রের উচ্ছ্বাস কেন?

 

Country

1 hour ago

PM saffron flag Ram Temple: রামমন্দিরে পতাকা উত্তোলনের আগে সামগ্রিক প্রস্তুতি তুঙ্গে

Ayodhya  Shri Ram Temple
Ayodhya Shri Ram Temple

 

অযোধ্যা, ২০ নভেম্বর : অযোধ্যার রামমন্দির ধ্বজ উত্তোলন হবে আগামী ২৫ নভেম্বর। তার আগে প্রস্তুতি এখন তুঙ্গে। শ্রী রাম জন্মভূমি মন্দিরে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আগে পুরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার স্বচ্ছতা অভিযান চলে। মেয়র গিরিশ পতি ত্রিপাঠী বলেন, "অযোধ্যার ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। রাম মন্দিরে পতাকা উত্তোলনের মাধ্যমে মন্দিরের কাজ শেষ হবে। আমরা শহরে একটি স্বচ্ছতা অভিযান পরিচালনা করছি। নগর নিগমের আমাদের পুরো দল সরযূ ঘাট পরিষ্কারে অংশ নিয়েছে। আমরা জমকালো অনুষ্ঠানের জন্য ক্রমাগত প্রস্তুতি নিচ্ছি।"

শ্রী রাম জন্মভূমি মন্দিরে পতাকা উত্তোলন অনুষ্ঠানের আগে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আইজি রেঞ্জ অযোধ্যা, প্রবীণ কুমার বলেছেন, "সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে এবং আমরা সমস্ত কর্মসূচি সম্পর্কে সতর্ক রয়েছি। ২৩ নভেম্বর রাত থেকে অন্যান্য জেলায় যান চলাচলও বন্ধ করে দেওয়া হবে।"

You might also like!