Technology

4 weeks ago

Paytm Fastag Recharge: সুখবর, Paytm-এই হবে এই বড় কাজ! জেনে নিন আপনিও

Paytm Fastag Recharge
Paytm Fastag Recharge

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমাস খানেক আগে Paytm এর উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যদিও সম্প্রতি তার মধ্যে কয়েকটি পরিষেবা শিথিল করা হয়েছে। ফলে যাঁরা Paytm-এর মাধ্যমে ফাসট্যাগ রিচার্জ করেন তাঁদের জন্য সুখবর। সহজেই রিচার্জ করে নিতে পারেন আপনার ফাসট্যাগ।

কীভাবে রিচার্জ করবেন আপনার ফাসট্যাগ?

প্রথমে বিল পেমেন্টস অপশনে ক্লিক করুন

সেখানে রয়েছে Fastag Recharge অপশন

এরপর ফাসট্যাগ ইস্যু ব্যাঙ্ক সিলেক্ট করে আপনার গাড়ির নম্বর টাইপ করুন।

ভেরিফিকেশন সম্পন্ন হলে রিচার্জ অ্য়ামাউন্ট লিখে প্রসিড করলেই রিচার্জ হবে আপনার ফাসট্যাগ।

কোন কোন পরিষেবা এখনও চালু Paytm-এর?

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা বন্ধ হলেও UPI ট্রানজাকশন, QR কোড, সাউন্ড বক্স এবং কার্ড মেশিন পেমেন্ট চালু রয়েছে।


You might also like!