
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে আমরা সাধারণত গ্যাস ওভেন, বাসন রাখার তাক কিংবা কাউন্টার টপেই নজর দিই। কিন্তু অবহেলায় পড়ে থাকে সিঙ্ক। এঁটো বাসন ধোয়ার জায়গা যদি নিজেই নোংরা থাকে, তবে স্বাভাবিকভাবেই রান্নাঘরের সামগ্রিক পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবচেয়ে দ্রুত ময়লা জমে সিঙ্কেই, আর ঠিকভাবে পরিষ্কার না হলে বাসনেও জীবাণু ছড়াতে পারে। শুধু সাবান ব্যবহার করে সিঙ্ক পুরোপুরি দাগমুক্ত করা যায় না। তাই স্বাস্থ্যকর সিঙ্ক রাখতে কয়েকটি সহজ উপায় মেনে চললেই যথেষ্ট।
সিঙ্ক পরিষ্কারের ৫টি কৌশল—
১. টুথপেস্টের সাহায্যে সিঙ্ক থেকে জেদি দাগ তোলা সম্ভব। পাশাপাশি, জীবাণুনাশেও কাজে আসতে পারে টুথপেস্ট। অল্প পরিমাণ পেস্ট স্ক্রাবে মাখিয়ে গোটা সিঙ্ক ঘষে নিলেই হবে। তার পর জল দিয়ে ধুয়ে নিন। ম্লান হয়ে যাওয়া সিঙ্ক ফের ঝকঝকে করে তুলতে এটি কার্যকর।
২. আপনার রান্নাঘরের সিঙ্ক থেকে যদি দুর্গন্ধ বেরোতে শুরু করে, জীবাণুর বাসস্থান হয়ে দাঁড়ায়, তা হলে এক বালতি জলে ২ চা চামচ ব্লিচিং পাউডার মিশিয়ে সিঙ্কে ঢেলে দিন। ১০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন। দুর্গন্ধ দূর করে জীবাণু নাশ করবে সিঙ্ক।
৩. সিঙ্কের ধাতব আস্তরণের হাল ফেরানোর জন্য আলুর খোসা দিয়ে ঘষে নিতে পারেন। আলুর খোসার স্টার্চ পালিশের কাজে আসতে পারে। শেষে জল দিয়ে ধুয়ে নিতে হবে।
৪. বাসন মাজার তরল সাবানে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে স্ক্রাব করে নিন সিঙ্ক। নাছোড় দাগছোপ দূর করে চকচকে ভাব আনতে পারে পুরনো সিঙ্কে।
৫. যে পদ্ধতিতেই সিঙ্ক পরিষ্কার করুন, শেষে যদি এক ফোঁটা নারকেল তেল মাখিয়ে রাখতে পারেন, তা হলে সিঙ্কে সহজে ময়লা বসবে না। তবে কাচের বাসন রাখার সময়ে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, যেন পিছলে গিয়ে ভেঙে না যায়। কিন্তু এর ফলে না বসবে জলের দাগ, না পড়বে ময়লার ছোপ।
