Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Life Style News

1 month ago

Cost-Effective Plumbing: বাড়িতে ঘন ঘন জল সরবরাহে সমস্যা? মিস্ত্রির খরচ বাঁচাতে মেনে চলুন সহজ কিছু কৌশল!

Cost-Effective Plumbing
Cost-Effective Plumbing

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ির জলের পাইপ নানা কারণে বন্ধ হয়ে যেতে পারে, ফলত কলের মিস্ত্রি ডাকতে গিয়ে খরচ বাড়ে বেশ। তবে বছরজুড়ে কয়েকটি বিষয় মেনে চললে এ ধরনের সমস্যার হাত থেকে সহজেই রেহাই পাওয়া সম্ভব।

১) বেসিন বা বাথটব থেকে জল বেরোনোর পথটি অনেক সময় আটকে যায়। তখন অনেকেই অ্যাসিড বা কড়া সাবান ব্যবহার করেন। এর ফলে ক্রমে পাইপের মধ্যে মরচে ধরে। শেষমেশ পাইপ খারাপ হয়ে গিয়ে আরও বিপত্তি বাড়ে। সারা বছর পাইপের জল বেরোনোর পথটি যেন কোনও কারণে বন্ধ না হয়, তা খেয়াল রাখলেই সমস্যা মিটবে।

২) কমোডে টয়লেট পেপার বা জৈব বর্জ্য ছাড়া অন্য কিছু ফেলা উচিত নয়। কিন্তু অনেক সময়েই বাড়িতে নানা আবর্জনা প্যানে ফেলে ফ্লাশ করা হয়। তার ফলে নিকাশি ব্যাবস্থায় সমস্যা তৈরি হয় এবং জল ঠিক মতো বেরোতে পারে না।

৩) কোনও পাইপ থেকে টপ টপ করে জল পড়ে চলে সব সময়েই। অনেকেই বিষয়টিকে আমল দেন না। কিন্তু কোনও ধরনের লিকেজকে অবহেলা করা উচিত নয়। অন্যথায় এক সময়ে জলের চাপে পাইপ ফেটে যেতে পারে।

৪) বেসিনের কলে জলের তোড় ভাল থাকলেও সেখানে কোনও আবর্জনা ফেলা উচিত নয়। বিশেষ করে, সব্জির খোসা বা ছোট প্লাস্টিকের টুকরো বেসিন থেকে পাইপে প্রবেশ করে মাঝপথে আটকে থাকতে পারে। তার ফলে সময়ের সঙ্গে সেখান দিয়ে আর জল বেরোতে পারে না।

৫) কলের প্যাঁচ অনেক সময়েই জোরে চেপে বন্ধ করা হয়। তার ফলে সাময়িক ভাবে জল পড়া বন্ধ হয়। কিন্তু দীর্ঘ দিন এই অভ্যাসে প্যাঁচ কেটে যেতে পারে। ফলে জল পড়া তখন বন্ধ করাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। মিস্ত্রী ছাড়া তখন তা মেরামত করা যায় না।

You might also like!