দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জিও ব্রডব্যান্ড গ্রাহকদের নতুন সুবিধা আনছে রিলায়েন্স। বর্তমানে কিছু জিও ফাইবার গ্রাহক সেট টপ বক্সের লাইভ লাইভ টিভি অ্যাপ দিয়ে লাইভ টিভি চ্যানেল দেখতে পারেন। তবে এই পরিষেবা জিও এয়ার ফাইবারে সম্প্রসারণ করার পরিকল্পনা কোম্পানির। টেক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, জিও এয়ার ফাইবারে IPTV পরিষেবা অন্তর্ভুক্ত করতে পারে রিলায়েন্স। যা নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে কোম্পানি।
হাথওয়ে ডিজিটালের সঙ্গে হাত মেলাচ্ছে জিও
ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহকারী সংস্থা হাথওয়ে। তাদের সঙ্গে হাত মিলিয়ে এই পরিকল্পনাকে বাস্তব রুপ দিতে চলেছে জিও। জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার ব্যবহারকারীরা সেট টপ বক্সে লাইভ টিভি অ্যাপের মাধ্যমে টিভি চ্যানেলগুলি লাইভ দেখতে পারবেন।
এই লাইভ টিভি চ্যানেল দেখার জন্য জিও ইন্টারনেট কানেকশন দরকার পড়বে। এই মুহূর্তে সেট টপ বক্সের মাধ্যমে লাইভ টিভি চ্যানেল দেখলে ফাইবার ও এয়ার ফাইবারে FUP বা ডেলি ডেটা লিমিট ব্যবহার হবে কিনা তা এখনও নিশ্চিত নয়। IPTV পরিষেবা আলাদা করে যোগ হতে পারে এমনটা জানা গিয়েছে।
সেট টপ বক্স ও লাইভ টিভি অ্যাপের লেটেস্ট ভার্শন দরকার
জিও সেট টপ বক্স এবং লাইভ টিভি অ্যাপের সর্বশেষ ভার্শন ব্যবহার করতে হবে। তবেই সমস্ত চ্যানেল নির্বিঘ্নে উপভোগ করতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, এই অ্যাপের ইন্টারফেস অনেকটা টাটা প্লে HD সেট টপ বক্সের মতোই।
জিও IPTV STB চ্যানেল
বর্তমানে জিও লাইভ টিভি একাধিক চ্যানেল অফার করে গ্রাহকদের। কমেডি সেন্ট্রাল থেকে শুরু করে স্টার নেটওয়ার্ক, কালার সিনেপ্লেক্স ইত্যাদি। তবে খেয়াল করার বিষয় হল, এখনও বেশ কিছু চ্যানেল সম্পূর্ণ ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। কোম্পানির যে এই পরিষেবাটি পরীক্ষা করছে তার ইঙ্গিত। আইপিএল চলাকালীনই পরিষেবাটি চালু হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
জিও ফাইবার এবং জিও এয়ার ফাইবার
একটা ওয়্যার, আর একটা ওয়্যারলেস। দু’ধরনের ব্রডব্যান্ড পরিষেবা দিয়ে থাকে কোম্পানি। জিও ফাইবারের প্ল্যান শুরু 399 টাকা থেকে। আর জিও এয়ার ফাইবারের প্ল্যান শুরু 599 টাকা থেকে। এয়ার ফাইবার 500টি লাইভ টিভি চ্যানেলের পাশাপাশি 14টি ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও বিনামূল্যে পাওয়া যায়।