দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ প্রেমের সপ্তাহ। কাছের মানুষকে উপহার দেওয়ার পারফেক্ট সময়। বিশেষ দিনের কাছের মানুষকে উপহার হিসেবে ইয়ারবাড দেবেন ভাবছেন? তাহলে ইয়ারবাড কেনার আগে চোখ বুলিয়ে নিন সেরা ইয়ারবাড খোঁজার টিপসে।প্রথমে ঠিক করে নিন আপনার বাজেট কত। কারণ আপনি বাজেট ঠিক করে নিলে তবেই আপনার ইয়ারবাড খোঁজার কাজ সহজ হবে।
এবার ঠিক করে নিন আপনি ইয়ারবাড কথা বলার জন্য কিনবেন নাকি গান শোনার জন্য। যদি কথা বলার জন্য কেনেন সেক্ষেত্রে নয়েজ অ্যাকটিভ ক্যানসেলশন ফিচারটির দিকে নজর দিন।
ইয়ারবাডটি জল, বৃষ্টি ঘাম থেকে বাঁচাতে সেটি ওয়াটার রেজিসস্ট্যান্ট কি না সেটি দেখে নিন।কথা বলার জন্য কিংবা গান শোনার জন্য, যে কারণেই কিনুন না কেন সব সময় সাউন্ড কোয়ালিটি যাচাই করে নেওয়া উচিত।ইয়ারবাডের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হল ব্যটারি লাইফ। সারাদিন কানেক্ট করে রাখার জন্য পর্যাপ্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে কি না সেটি কেনার আগে অবশ্যই দেখে নেবেন।