Life Style News

1 year ago

Eyebrow Care: ঘন কালো মোটা ভুরু পেতে চান? বাড়িতেই নিয়ম করে মানুন এই ৩ টোটকা

Eyebrow Care
Eyebrow Care

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মুখের সৌন্দর্যের অনেকটাই কিন্তু নির্ভর করে ঘন কালো ভুরুর উপর। আজকাল বিউটি ট্রেন্ডেও ঘন কালো ভুরুর রমরমা রয়েছে। অনেকেরই প্রাকৃতিকভাবে এই ভাগ্য হয় না। কিন্তু সেক্ষেত্রে, কিছু যত্ন নিলেই কিন্তু ঘন ভুরু পাওয়া সম্ভব।

স্ক্রাব : মুখে স্ক্রাব করার সময় ভুরুর আশেপাশে রাউন্ড করে ২০ থেকে ৩০ সেকেন্ড ম্যাসাজ করুন। তবে খুবই আলতো হাতে ম্যাসাজ করতে হবে।

ক্যাস্টর অয়েল: ক্যাস্টর অয়েলে রয়েছে ৯০ শতাংশ রাইসিনোলিয়েক অ্যাসিড, যা চুলের বৃদ্ধিতে সহায়তা করে। রোজ রাতে ক্যাস্টর অয়েল ভুরুতে ম্যাসাজ করলে ভুরু ঘন হবে।

অ্যালোভেরা: অ্যালোভেরাতে ভরপুর রয়েছে অ্যালোনিন যৌগ। সারারাত ভুরুতে অ্যালোভেরা জেল মাখলে ভুরু মোটা এবং কালো হবে।

You might also like!