দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সন্তানের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক বেশ মধুর। তাই তো বাবা-মাকে ছেড়ে দূরে থাকতে কাঁদে অনেক সন্তানের মন। কী ভাবে বাবা-মাকে ছেড়ে তাঁরা ভালো থাকবেন, এই প্রশ্ন তাঁদের মনে ফিরে আসে। সঙ্গে আসে আরও কিছু ভাবনাও। এই প্রবন্ধে সেই নিয়েই বিস্তারিত আলোচনা করা হল। জেনে নিন আপনার সন্তানের মনের খবর।
বাবা-মায়ের কাছে কবে ফিরব!
বাড়ির বাইরে পা রাখার পরপরই এই ভাবনা তাঁদের মনে আসে। বাবা-মায়ের কাছে আবার কবে ফিরবেন, এই প্রশ্ন তাঁদের কুরেকুরে খায়। মনে মনে বাড়ি ফেরার ইচ্ছা তীব্র হলেও বাবা-মায়ের কাছে আসতে পারেন না তাঁরা। ফলে মন খারাপ করেই সারা দিনটা কেটে যায়।
ওরা কি আমায় ভুলে যাবে?
বাবা-মাকে ছেড়ে থাকার সঙ্গে সঙ্গেই সন্তানের মনে বাসা বাঁধে নিরাপত্তাহীনতা। প্রতি মুহূর্তে আদরের স্থান হারিয়ে ফেলার ভয় তাঁদের ঘিরে ধরে। সেই কথা মুখে প্রকাশ করতে না পারলেও বাবা-মাকে নিয়ে চিন্তার শেষ থাকে না সন্তানের মনে। এমনকী অকারণ রাগেও মনের ভাব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি।
পরিস্থিতি আগের মতো থাকবে না
বাড়ি থেকে বেরিয়ে আসার পরেই একজন ছেলে বা মেয়ের মনে নানারকম ভুলভাল ভাবনা আসতে থাকে। মূলত নিরাপত্তাহীনতা ও ভয়ই এই ভাবনার জন্ম দেয়। তাঁদের মধ্য়ে অনেকেই মনে করেন যে, পরিস্থিতি আর আগের মতো থাকবে না। সেই ভয় থেকে অনেক সময়ে বাবা-মায়ের সঙ্গে তাঁরা খারাপ ব্যবহারও করে ফেলেন!
আমার কথা কেউ ভাবে না
বাইরে থাকার সময়ে স্বাভাবিক ভাবেই বাড়ির কম্ফোর্ট তাঁরা পান না। শরীর খারাপ হলে মাথায় হাত বুলিয়ে দেওয়ার মতো কেউ পাশে থাকেন না। ফলে স্বাভাবিক ভাবেই তাঁরা খুব ভেঙে পড়েন। তাঁদের মনে এই ভাবনা ফিরে আসে যে, তাঁদের কথা ভাবার মতো কেউ নেই!