Life Style News

2 years ago

Durga Puja-Lifestyle: পুজোর আগে পার্লারে লম্বা লাইন! বাড়িতেই করুন হেয়ার স্পা

Hair spa
Hair spa

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুজোর ফ্যাশনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল চুলের ফ্যাশন। চুল কাঁধ পর্যন্ত না কোমড় ছাপানো, আজকাল সেটা কোনও ব্যাপার নয়। বরং পুজোর আগে নজর দিন চুলের স্বাস্থ্যে।

পুজোর আগে পার্লারে লম্বা লাইন, তার ওপর খরচাও আকাশ ছোঁয়া। বরং বাড়িতেই ঘরোয়া উপায়ে করে নিন হেয়ার স্পা।

প্রথমে চুলে শ্যাম্পু করে জল ঝরিয়ে নিয়ে মাসাজ অয়েল নিন। এক্ষেত্রে নারকেল তেল কিংবা আমন্ড অয়েল নিয়ে ভালো করে স্ক্যাল্প মাসাজ করুন।

এবার ১৫ মিনিট গরম ভেজা তোয়ালে চুলে জড়িয়ে রেখে খুলে ফেলুন। ডিমের সাদা অংশ, অলিভ অয়েল, টক দই দিয়ে এই মাস্ক তৈরি করে ফেলুন। তারপর তা চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর শ্যাম্পু করে নিন।


You might also like!