দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোরিয়ান সুন্দরীদের মতো জেল্লাদার ত্বক পাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে। ত্বক থেকে জেল্লা ঠিকরে পড়বে, এমন সৌন্দর্য পেতে কে না চান? দামি প্রসাধনীতেই যে শুধুমাত্র এই রূপ লাবণ্য আসে, তা নয়। ঘরোয়া কিছু পদ্ধতিতেও এমন রূপ পাওয়া যায়। তার মধ্যে একটি হল ঘি দিয়ে রূপ চর্চা। ত্বককে হাইড্রেট করতে ঘিয়ের উপকারিতা অপরিসীম। দেখে নেওয়া যাক. ত্বকে দাগ ছোপ কাটিয়ে জেল্লা সৌন্দর্য পেতে ঘি কীভাবে ব্যবহার করা উচিত।
ঘি ও কিছু তথ্য- ঘি দিয়ে রূপের উজ্জ্বলতা বাড়িয়ে নিতে গিয়ে কিন্তু ঘি সোজাসুজি মুখে মেখে ফেলবেন না। গবেষণা বলছে, ঘি বা মাখন সরাসরি ত্বকে লাগানো খুব একটা সুখকর ফল দেয় না। তৈলাক্ত ত্বক বা অ্যাকনের সমস্যা থাকলে ঘি উপকার দেয় না। শুষ্ক ত্বকে এটি উপকারি। তবে ঘিতে থাকা ভিটামিন A,D,E,K খুবই উপকারি ত্বকের জেল্লার জন্য। রূপের চর্চায় ঘি ব্যবহার করতে লাগবে কিছু ফেসপ্যাক। যা বাড়িতেই বানাতে পারেন। রইল টিপস।
ঠোঁট ও হাতের কোমলতায়- ফাটা ঠোঁট সারাতে ঘি দারুন উপকারি। এছাড়াও সারাদিনের ঘোড় দৌড়ে হাতের ত্বকের অবস্থাও ভালো থাকে না। ফলে শরীরের এই দুই অংশের সৌন্দর্য বাড়াতে ২ চামচ গলানো ঘি আর ২ চামচ নারকেল তেল মিশিয়ে নিন। তারপর তা ঠোঁটে, হাতের তালুতে, হাতের বিভিন্ন অংশে লাগাতে পারেন।
মুখের সৌন্দর্যে- ১ চামচ ঘি, ২ চামচ বেসন, ২ চামচ দুধ নিয়ে তার মিশ্রণ বানান। এরপর স্নানের আগে মুখে সেই মিশ্রণ লাগিয়ে রেখে দিন ৮ থেকে ১০ মিনিট। তারপর ধুয়ে নিন। সপ্তাহে ২ দিন এমনটা করলেই পাবেন ঝলমলে ত্বক।
চোখের কালি দূর করতে- স্নানের আগে, ঘি ও নারকেল তেল বা শুধু ঘি চোখের নিচে লাগিয়ে রাখতে পারেন। পরে তা ধুয়ে ফেলতে হবে। এতে চোখের ডার্ক সার্কেল চলে যাবে। এছাড়াও পায়ের আঙুল সুন্দর করতে হলে, তাতে ঘি, অ্যালোভেরা জেলের মিশ্রণ মাখিয়ে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট তা রেখে দিয়ে পরে ধুয়ে ফেলুন। ( এই প্রতিবেদন কেবল সাধারণ তথ্যের জন্য, বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। সংবেদনশীল ত্বক হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া প্রতিবেদন থেকে সিদ্ধান্ত গ্রহণ কাম্য নয়।)