দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম বাড়ছে চড়চড়িয়ে। আর প্যাচপ্যাচে গরম মানেই ঘেমো চেহারা। সাবান দিয়ে স্নান করেও যেন গায়ের সেই বিকট গন্ধ দূর হতে চায় না। স্নান করার সময় সাবানের বদলে আপনি ব্যবহার করতে পারেন বাথ বোম্ব। রিফ্রেসিং এই বাথ বোম্ব জলে নিমেষে দ্রবীভূত হয়ে যায়। ওই জলে স্নান করলেই আপনি পাবেন একটি রিফ্রেশমেন্ট। সুগন্ধি এই জলে স্নান করলে ত্বক হয় মশ্চারাইজডও।
কী কী থাকে এই বাথ বোম্বে?
বেকিং সোডা, শুকনো ভেষজ ফুলের পাপড়ি, শিয়া বাটার, বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েল ও থাকে। যা ত্বকের জন্য খুব ভাল। কিন্তু সাবান ব্যবহারে ত্বক রুক্ষ হয়ে যায়। তাই এবার থেকে সাবানের বদলে ব্যবহার করতে পারেন বাথ বোম্ব।