kolkata

1 year ago

C. V. Ananda Bose:স্থায়ী উপাচার্য মনোনয়ন নিয়ে ধন্দ এখনও কাটেনি

C. V. Ananda Bose
C. V. Ananda Bose

 

কলকাতা, ২২ সেপ্টেম্বর  : পশ্চিমবঙ্গের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর স্থায়ী উপাচার্য মনোনয়ন নিয়ে ধন্দ এখনও পুরোটা কাটেনি। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশিকা দিলেও রাজ্য হাঁটছে তার গতিতে। এখনও শিক্ষা দফতরের তরফে কতটা এগোনো গিয়েছে, তার ইঙ্গিত পাওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটির সদস্যদের তালিকা তৈরি হয়ে গিয়েছে। জানিয়ে দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ওই সার্চ কমিটিতে কি ভিনরাজ্যের কেউ থাকবেন? এ প্রশ্নের জবাব এদিন এড়িয়ে গিয়েছেন রাজ্যপাল। স্বাভাবিক ভাবেই ওই জল্পনাও মাথাচাড়া দিয়ে উঠছে।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের মধ্যে সংঘাতের আবহ দীর্ঘদিনের। সেই সংঘাত মেটাতে খোদ সুপ্রিম কোর্ট একটি সার্চ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল।

শীর্ষ আদালতের বক্তব্য ছিল, আর একতরফা স্থায়ী উপাচার্য নিয়োগ নয়। স্থায়ী উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করে আলোচনার মাধ্যমে উপাচার্য নিয়োগ করতে হবে। ওই কমিটিতে থাকার জন্য রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসিকে কমপক্ষে ৩-৫জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে।

অর্থাৎ ওই কমিটিতে রাজ্য, রাজ্যপাল এবং ইউজিসির প্রতিনিধি থাকার কথা। রাজ্যের তরফে এখনও কোনও প্রতিনিধির নাম ঘোষণা করা হয়নি। কার্যত রাজ্যপাল জানিয়ে দিলেন,”মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সার্চ কমিটি গড়ার জন্য সদস্যদের নামের তালিকা তৈরি হয়ে গিয়েছে।”

এর আগে রাজ্যপালের বিরুদ্ধে ভিনরাজ্যের আধিকারিকদের দিয়ে কাজ করানোর অভিযোগ বারবার উঠেছে। সেই অভিযোগ এবারেও উঠছে। সেই জল্পনা আবার পুরোপুরি খারিজ করেননি রাজ্যপাল। ওই প্রশ্নে কার্যত নীরব থেকেছেন তিনি। তবে রাজ্যপালের ঘনিষ্ঠ মহলের দাবি, রাজ্যপাল যা করবেন, আইন মেনেই করবেন।


You might also like!