মথুরা, ২ মে : ভারী বৃষ্টিতে রাস্তায় জল জমে চরম ভোগান্তি উত্তর প্রদেশের মথুরায়। ভারী বৃষ্টির পর মথুরার নতুন বাস স্ট্যান্ডের কাছে রেলওয়ে ব্রিজের নিচে জল জমে গিয়েছে, যার ফলে যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হয় এবং যান চলাচল ব্যাহত হয়। মুষলধারে বৃষ্টিপাতের ফলে মথুরা শহরের অনেক জায়গাযতেই জল জমে গিয়েছে।
একজন সাব-ইন্সপেক্টর বলেছেন, "প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি কাজেও যেতে পারছি না। পথে আমার মোটরসাইকেলটি খারাপ হয়ে গেল। আমি আগ্রা যাচ্ছিলাম, এখানে প্রচুর জল জমে রয়েছে। আমার মোটরসাইকেলের অর্ধেক অংশ জলে ডুবে গেছে।" শুক্রবার সকালে উত্তর প্রদেশের সম্ভলেও হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যায়, দমকা হাওয়া, কালো মেঘ এবং ভারী বৃষ্টিপাত হয়, যা তীব্র গরম থেকে স্বস্তি এনে দেয়। তাপমাত্রা কমে যায় এবং বাসিন্দারা শীতল, আরও মনোরম পরিবেশে স্বস্তি বোধ করেছেন।