দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা অবসর ঘোষণা করেছেন দিনকয়েক আগেই । তাঁর পদাঙ্ক অনুসরণ করে এবার লাল বলের ক্রিকেটকে আলবিদা জানানোর পথে বিরাট কোহলিও । ইংল্যান্ড সিরিজের দল নির্বাচনের আগেই টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ভাবনা 30টি টেস্ট শতরানের মালিকের । আর সে কথা ইতিমধ্যেই বিসিসিআইকে জানিয়েও দিয়েছেন প্রাক্তন টেস্ট অধিনায়ক। যা বিলেতে টেস্ট সিরিজ খেলতে উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের কাছে ধাক্কা বলে মনে করা হচ্ছে ।
কোহলি দিনকয়েক আগেই বোর্ডেকে এবিষয়ে অবগত করেছেন বলে জানা গিয়েছে । বোর্ডের তরফে কোহলিকে তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথাও বলা হয়েছে। এখন দেখার বোর্ডের অনুরোধ মেনে 'রানমেশিন' তাঁর টেস্ট কেরিয়ার আরও লম্বা করেন, নাকি এখানেই ইতি টানেন । গতবছর জুনে বার্বাডোজে টি-20 বিশ্বকাপ জয়ের পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটকে বিদায় জানিয়েছিলেন কোহলি ।
কিছুদিনের মধ্যেই আসন্ন ইংল্যান্ড সফরের জন্য টেস্ট স্কোয়াড বেছে নেবেন নির্বাচকরা । এই সিরিজ দিয়ে আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অভিযান শুরু করছে ভারতীয় দল । তার আগে বিরাট কোহলি যদি আনুষ্ঠানিকভাবে লাল বলের ক্রিকেট থেকে সরে দাঁড়ান, তাহলে বিলেতে ভারতীয় ব্যাটিং ইউনিট অভিজ্ঞতার নিরিখে অনেকটাই কমজোরি হয়ে পড়বে ।নিঃসন্দেহে শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের মত টপ-অর্ডার ব্যাটাররা অন্তর্ভুক্ত হবেন স্কোয়াডে। কিন্তু তা যথেষ্ট হবে কি ? উত্তর দেবে সময় । এর মধ্যে প্রথমজন আবার পরবর্তী টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে সবার আগে রয়েছেন। পাশাপাশি কেএল রাহুলের নাম নিয়েও প্রবল চর্চা চলছে বিভিন্ন মহলে ৷
অজিভূমে বর্ডার-গাভাসকর ট্রফিতে অবশ্য সেভাবে ছন্দে পাওয়া যায়নি বিরাট কোহলিকে । পারথে প্রথম টেস্টে তাঁর ব্যাটে শতরান এসেছিল বটে, কিন্তু পাঁচ ম্যাচে সর্বসাকুল্যে তাঁর সংগ্রহে ছিল 190 রান । সবমিলিয়ে অতীতে ব্র্যাডম্যানের দেশে ব্যাট হাতে দাপট দেখানো কোহলির সঙ্গে এই পরিসংখ্যান একেবারেই মানানসই ছিল না । এবার লাল বলের ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলেন কিং-কোহলি ৷ এদিকে, স্থগিত হয়ে যাওয়া আইপিএলে দুর্দান্ত ফর্মে দেখা গিয়েছে বিরাটকে । 11 ম্যাচে 505 রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ তাঁরই মাথায় । দেশের জার্সিতে 123 টেস্টে খেলা কোহলির ঈর্ষণীয় কেরিয়ারে 30টি শতরান সহযোগে রয়েছে 9,230 রান ।