Entertainment

1 day ago

Rahul Vaidya-Virat Kohli: কোহলিকে ‘অমানুষ’ বলে খোঁচা ,বিস্ফোরক ভারতীয় গায়ক রাহুল বৈদ্য

Rahul Vaidya-Virat Kohli
Rahul Vaidya-Virat Kohli

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী অবনীত কউরের  ইনস্টাগ্রাম পোস্ট লাইক করেছেন। এ বিষয়ে ব্যাখ্যাও দিয়েছেন। কিন্তু তারপরেও বিতর্ক থেকে রেহাই পাচ্ছেন না বিরাট কোহলি । তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে। এতদিন সোশ্যাল মিডিয়ায় মিম দেখা গিয়েছে। এবার বিরাটকে সরাসরি আক্রমণ করলেন গায়ক রাহুল বৈদ্য । তাঁর দাবি, বিরাট মানুষ হিসেবে ভালো নন। কারণ, তিনি ইনস্টাগ্রামে এই গায়ককে ব্লক করে দিয়েছেন। বিরাটের চরিত্র ও কার্যকলাপ নিয়ে ব্যঙ্গ করেছেন রাহুল। তিনি বিরাটের অনুরাগীদেরও ব্যঙ্গ করেছেন। অনেকে বলছেন, গায়ক হিসেবে তেমন কোনও সাফল্য না পেয়ে এখন সহজে প্রচারের আলোয় আসার জন্য অবনীতের ঘটনা টেনে বিরাটকে আক্রমণ করছেন রাহুল।

বিরাটকে ব্যঙ্গ করে রাহুল সোশ্যাল মিডিয়ায় রাহুল লিখেছেন, ‘আমি বলতে চাই, আজকের পর এমন হতে পারে যে আপনা থেকেই অনেক ছবিতে লাইক করা হয়ে যেতে পারে, যা আমি করিনি। ফলে মেয়েরা, দয়া করে এ নিয়ে প্রচার করবে না। কারণ, এটা আমার ভুল না। এটা ইনস্টাগ্রামের ভুল। ঠিক আছে?’ বিরাটকে ব্যঙ্গ করে সোশ্যাল মিডিয়ায় রাহুল আরও লিখেছেন, ‘আপনারা সবাই জানেন, বিরাট কোহলি আমাকে ব্লক করে দিয়েছে। আমার মনে হয় সেটাও ইনস্টাগ্রামের কোনও পদ্ধতিগত ভুল। বিরাট কোহলি আমাকে ব্লক করেনি। ইনস্টাগ্রামের অ্যালগরিদম হয়তো বিরাট কোহলিকে বলেছে, এক কাজ কর, আমি তোর হয়ে রাহুল বৈদ্যকে ব্লক করে দিচ্ছি। তাই তো?’বিরাটকে ভালো মানুষ বলে মনে করেন না রাহুল!

বিরাট সম্পর্কে রাহুল আরও বলেছেন, ‘বিরাট কোহলি কোনও কারণে আমাকে ব্লক করে দিয়েছে। আমি এর কারণও জানি না। আমি ওর অনুরাগী ছিলাম। আমি এখনও এই ক্রিকেটারের অনুরাগী। কিন্তু আমি ওকে মানুষ হিসেবে ভালো বলে মনে করি না।’

You might also like!