Country

18 hours ago

Donald Trump: কাশ্মীর সমস্যার সমাধান করার চেষ্টা করব, প্রতিক্রিয়া ট্রাম্পের

Donald Trump
Donald Trump

 

ওয়াশিংটন, ১১ মে : ভারত-পাক সংঘর্ষ-বিরতির পর নতুন করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতীয় সময় অনুযায়ী, রবিবার সকালে এক্স-এ পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, দুই দেশ পরিস্থিতি বুঝে যে ভাবে সিদ্ধান্ত নিয়েছে তাতে তিনি গর্বিত। আমেরিকা এই সমঝোতায় সাহায্য করতে পেরে গর্বিত। দুই দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করার বার্তা দিয়েছেন ট্রাম্প। কাশ্মীর সমস্যা নিয়েও আলোচনা করবেন বলে জানিয়েছেন।

ভারত এবং পাকিস্তানের সংঘর্ষ-বিরতির সিদ্ধান্তকে আবারও স্বাগত জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দু’দেশের রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্তের জন্য তিনি গর্বিত। শুধু তাই নয়, কাশ্মীর নিয়েও মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে তিনি আগ্রাহী। দু’দেশের সঙ্গেই এ বিষয়ে কাজ করতে চায় আমেরিকা।

You might also like!