kolkata

2 months ago

CM Mamata Banerjee: জয় হিন্দ! জয় ভারত! অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের

CM Mamata Banerjee
CM Mamata Banerjee

 

কলকাতা, ৭ মে  : জয় হিন্দ! জয় ভারত! অপারেশন সিঁদুর নিয়ে এমনই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় একথা লেখেন। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধ নিল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে আঘাত হানে ভারত। পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের অভ্যন্তরে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা অভিযান চালায়। এই অভিযানের নাম দেওয়া হয় 'অপারেশন সিঁদুর'।

মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত হানে ভারত। পহেলগামে জঙ্গিহানার জবাবে জঙ্গিঘাঁটি লক্ষ করে প্রবল আক্রমণ হানে ভারতীয় সশস্ত্র বাহিনী। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের বহাওয়ালপুরে এবং পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভারত আঘাত হেনেছে ভারত। লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মহম্মদের সন্ত্রাসী ঘাঁটি বলে পরিচিত এলাকাগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ৯টি স্থানের মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দফতর এবং পাকিস্তানের পঞ্জাবের মুরিদকেতে লস্কর-ই-তৈবার সদর দফতর।

You might also like!