১) মেষ রাশিঃ কর্মক্ষেত্রে বাগবিতণ্ডা এড়িয়ে চলুন। ব্যবসায় খরিদ্দারের সঙ্গে ঝামেলা হতে পারে। সবাইকে সরল মনে বিশ্বাস করলে ঠকতে হবে। কোনও সংক্রামক রোগের সম্ভাবনা রয়েছে। বাবার সঙ্গে মতপার্থক্য হতে পারে। প্রযুক্তি এবং মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ বিশেষ সুবিধা পাবেন। কর্মক্ষেত্রে স্থান পরিবর্তন হতে পারে।
২) বৃষ রাশিঃ সহকর্মীদের সাহায্যে আপনি আজ লাভবান হবেন। নিকট আত্মীয়ের শারীরিক অবস্থার অবনতি হতে পারে। আজ সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন চলবে। দূরবর্তী স্থানে কর্মরত ব্যক্তিরা আজ বাড়ি ফিরতে পারেন। সন্তানের উন্নতির যোগ রয়েছে। আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করতে পারেন বৃষ রাশির জাতকরা।
৩) কর্কট রাশিঃ গুরুজনের সঙ্গে অযথা মতবিরোধ হতে পারে। উদারতা এবং সরলতার বিনিময়ে অন্যের থেকে আজ আঘাত পেতে পারেন কর্কট রাশির জাতকরা। ব্যবসায় অর্থ বিনিয়োগ করলে সাফল্য আসবে। বিকল্প পথে আজ আয় বৃদ্ধি হতে পারে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন।
৪) সিংহ রাশিঃ সতর্কতার সঙ্গে আর্থিক লেনদেন করুন। নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। ছোটখাটো ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রতিবেশীকে বিশ্বাস করে গোপন কথা জানালে সমস্যায় পড়তে পারেন। ব্যবসায় বাধা-বিঘ্নের মধ্যে দিয়েই আজ সাফল্য আসবে।
৫) কন্যা রাশিঃ ঘর-বাড়ি সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ নেওয়া উচিত হবে না। নিজের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত থাকবেন। আত্মীয়রা আড়াল থেকে শত্রুতা করতে পারে। বয়স্ক ব্যক্তিরা বাতের সমস্যায় কষ্ট পেতে পারেন। লোভ সংবরণ করতে না পারলে সমস্যায় পড়তে পারেন। আপনার মধ্যস্থতায় পারিবারিক সমস্যার সমাধান হবে।
৬) তুলা রাশিঃ দাম্পত্যে অশান্তি হওয়ার যোগ রয়েছে। আজ উপকারের কোনও প্রতিদান পাবেন না। অপ্রয়োজনে অতিরিক্ত খরচ চিন্তা বাড়াবে। বিকল্প আয়ের সুযোগ আসবে। তীর্থ ভ্রমণের যোগ রয়েছে। কর্মক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ায় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন। ভাই-বোনের সঙ্গে বিরোধের সম্ভাবনা রয়েছে।
৭) বৃশ্চিক রাশিঃ অবিবাহিতদের বিয়ের কথা এগোত পারে। অনেকদিন ধরে আটকে থাকা কাজ আজ সম্পূর্ণ হবে। প্রেমের সম্পর্কে তিক্ততা আসতে পারে। পারিবারিক বিষয়ে সুখবর পেতে পারেন। অপ্রাসঙ্গিক খরচ আজ বাড়তে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার সাফল্য আসবে। কর্মক্ষেত্রে স্থানান্তর হতে পারে।
৮) ধনু রাশিঃ একাধিক কাজের মধ্যে উপযুক্ত কাজটি বেছে নিতে হবে। ব্যবসায় হিসেবের গোলযোগে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও চুক্তিভিত্তিক কাজে নিযুক্ত হতে পারেন। জীবন যাপনের অতিরিক্ত খরচ কমতে পারে। মায়ের স্বাস্থ্য উদ্বেগ বাড়াবে। গুরুজন স্থানীয় ব্যক্তির সঙ্গে মতপার্থক্য হতে পারে।
৯) মকর রাশিঃ কর্মক্ষেত্রে বহুদিনের পরিশ্রমের আজ যথাযথ মূল্য পাবেন। ব্যবসায় আইনি জটিলতা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর কারণে সমস্যায় পড়তে পারেন। বিয়ের সম্বন্ধ পাকা হওয়ার পথে বাধা আসবে।
১০) কুম্ভ রাশিঃ আজ পারিবারিক কোনও সমস্যা আপনার কাজে বাধা হতে পারে। সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। তাহলেই ভুল সংশোধন করে এগিয়ে যেতে পারবেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুতার মুখে পড়তে পারেন। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পেতে পারেন। চর্ম রোগের সমস্যা বাড়তে পারে।
১১) মীন রাশিঃ সচেতন হয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের চেষ্টা করুন। পরিস্থিতি আপনার আয়ত্তে আসবে। অবিবাহিতদের বিয়ের পথে বাধা দূর হতে পারে। নতুন চাকরির সম্ভাবনা থাকলেও সতর্কতার অভাবে সুযোগ নষ্ট হতে পারে। আয় বাড়বে।
১২) মিথুন রাশিঃ আজ আয় ঊর্ধ্বগামী থাকবে। বাড়ি নির্মাণ বা সংস্কারের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে জড়াতে পারেন। ছাত্রছাত্রীরা পড়াশোনায় নতুন দিশা পেতে পারেন। আত্মীয়দের প্ররোচনায় সংসারে বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা দলীয় সাহায্য ও জনসমর্থন পেতে পারেন।