কলকাতা, ৭ মে : ভারতের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত, অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। জানিয়েছেন, আমি ভারতীয় সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত, যারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামোর উপর এক ভয়াবহ আঘাত এনেছে। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ ভারতীয়ের প্রাণহানির ঘটনায় ভারতের জনগণ ক্ষুব্ধ ছিল। আমি আমাদের সরকারের দৃঢ় সংকল্প এবং রাজনৈতিক সিদ্ধান্তকেও অভিনন্দন জানাই। আমাদের শত্রু পাকিস্তানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সকলেই সরকার এবং সশস্ত্র বাহিনীর পাশে আছি।