Entertainment

5 hours ago

Celebrity Durga Puja:নীল আলতার গল্পের পরে এবার মনামীর নতুন দুনিয়া ‘কল্কি’!

Monami Ghosh
Monami Ghosh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফ্যাশনের দুনিয়ায় বরাবরই নিজের স্বতন্ত্র ছাপ রেখেছেন মনামী ঘোষ। নিত্যনতুন পোশাকের ভাবনা কিংবা অদ্ভুতুড়ে স্টাইল—সবেতেই তিনি বাঙালির ফ্যাশনকে দিয়েছেন নতুন সংজ্ঞা। সেই ধারাই বজায় থাকল তাঁর পুজোর গানের মিউজিক ভিডিওতেও। গত আগস্টেই শোরগোল ফেলে দিয়েছিলেন অভিনেত্রী, যখন প্রথমবার লাল নয়, নীল রঙের আলতা পরে হাজির হন তিনি। চিরচেনা প্রথাকে ভেঙে একেবারে নতুন ট্রেন্ডের সূচনা করেছিলেন মনামী। আর সোমবার অবশেষে পর্দা উঠল সেই বহুচর্চিত ‘নীল আলতা রহস্য’-এর ফাঁস হওয়া অধ্যায়ে।

হাতে, গলায় সর্পিল ডিজাইনের অলংকার। খোলা চুল। পরনে লাল রঙের শাড়ি-ব্লাউজ। আর হাতে নীল রঙের আলতা। সঙ্গে রং মিলান্তি টিপ। সবমিলিয়ে নতুন লুকেও দর্শক-অনুরাগীদের মুগ্ধ করলেন মনামী ঘোষ। যার নেপথ্যে তাঁর পুজোর উপহার ‘কল্কি’। হিন্দু শাস্ত্র মতে বিষ্ণুর দশম এবং শেষ অবতার ‘কল্কি’। যেহেতু বিষ্ণু নীল রং ধারণ করেন, সেকথা মাথায় রেখেই সম্ভবত ‘নীল আলতা’য় সেজেছেন মনামী। শুধু তাই নয়, পুজোর গানের মিউজিক ভিডিওর সাজপোশাকেও কল্কি পুরাণের সঙ্গে মিলিয়ে দিলেন তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। কীভাবে? কল্কি পুরাণে যেহেতু সাপের উল্লেখ রয়েছে, সেই প্রেক্ষিতেই সর্পিল গয়না বেছে নিয়েছেন অভিনেত্রী। যদিও গানের ভিডিও এখনও প্রকাশ্যে আনেননি, তবে শারদ উপহারে পয়লা লুকেই কৌতূহলের পারদ চড়িয়েছেন মনামী ঘোষ। ‘আইলো উমা’র পর এবার ‘কল্কি , এলো রে গৌরী’ মিউজিক ভিডিওতেও যে নাচে-গানে পুজোর জলসা মাতিয়ে দেবেন অভিনেত্রী, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, যে কোনও অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন মনামী। কখনও প্লাস্টিকের ফ্রক, নকশিকাঁথার গাউন, কখনও তাঁর শাড়ির আঁচলজুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনও অ্যাকোরিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে মোহময়ী মনামী ঘোষ। সাজগোজে তাক লাগাতে অভিনেত্রীর জুড়ি মেলা ভার! এবার পুজোর প্রাক্কালে নজর কাড়লেন নীলাম্বরী লুকে।

You might also like!