Life Style News

2 hours ago

Jewellery Styling Tips: অফ-শোল্ডার থেকে হাই নেক—প্রতিটি সাজে মানানসই গয়নার তালিকা আজকের প্রতিবেদনে!

Jewellery Styling Tips
Jewellery Styling Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজো মানেই নতুন পোশাক, নতুন সাজ সহকারে নিজেকে একটু অন্যভাবে তুলে ধরার সময়। উৎসবের আবহে ব্লাউজ বা কুর্তির নেকলাইন বেছে নেওয়া তো হয়েই গিয়েছে, এবার পালা তার  সঙ্গে মানানসই গয়না বাছার। কারণ পোশাক আর গয়নার সঠিক মেলবন্ধনই এনে দেয় সৌন্দর্যের পূর্ণতা। ভুল মেলবন্ধনে সাজ যতই জাঁকজমক হোক না কেন, সৌন্দর্যে কিছুটা খামতি থেকে যায়। তাই রইল কিছু সহজ টিপস—যা মাথায় রাখলেই দুর্গাপুজোর সাজ হবে নিখুঁত। 

১। গোল গলা : এই ধরনের নেকলাইন খুব সাধারণ এবং দেখতেও ভাল লাগে। এর সঙ্গে সাধারণত ছোট বা মাঝারি দৈর্ঘ্যের নেকলেস ভাল মানায়। পরা যেতে পারে একটি ছোট পেন্ডেন্ট বা স্টেটমেন্ট নেকলেস, যা গলার ঠিক নীচ পর্যন্ত থাকে। যদি গয়না কম পরতে চান, তবে একটি সাধারণ কিন্তু সুন্দর চেনও পরা যেতে পারে।

২। ভি-গলা : ভি-নেক গলার ডিজাইন একটু বেশি গভীর হয়। তাই এর সঙ্গে ভি-আকৃতির লকেট বা এমন নেকলেস পরা উচিত, যা গলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। একটি সুন্দর লকেট যুক্ত নেকলেস এই ধরনের নেকলাইনে আকর্ষণীয় লাগে। এ ছাড়া, লম্বা চোকার বা একটু বড় মাপের নেকলেসও এই নেকলাইনের সঙ্গে মানানসই।

৩। বোট নেক : এই ধরনের নেকলাইন সাধারণত কাঁধের কাছাকাছি থাকে। এ ক্ষেত্রে লম্বা চেন বা লকেট পরা উচিত। একটি চওড়া চোকার বা কলার স্টাইলের নেকলেস এই ধরনের নেকলাইনে দারুণ দেখায়। এ ছাড়া, কোনও স্টেটমেন্ট দুল পরলে নেকলেসের আর দরকার হয় না। 

৪। সুইটহার্ট নেকলাইন : এই নেকলাইনটি বুকের উপরে একটি মিষ্টি বাঁক তৈরি করে, যা বেশ সুন্দর দেখায়। এর সঙ্গে একটি ছোট পেন্ডেন্ট বা একটি সাধারণ নেকলেস পরা যেতে পারে। চাইলে লম্বা চেনযুক্ত লকেটও পরতে পারেন, যা আলাদা করে চোখ টানবে। 

৫। কলার নেক : শার্ট কলার বা হাই কলার ব্লাউজের সঙ্গে সাধারণত গলায় কোনও কিছু না পরাই ভাল। পরিবর্তে বড় ঝুমকা বা আকর্ষণীয় কানের দুল বেছে নিতে পারেন। 

তবে হ্যাঁ, শুধু গয়না নয়। তার আগে কুর্তি বা ব্লাউজের নেকলাইন বাছাইয়ের ক্ষেত্রে শরীরের গড়নকে গুরুত্ব দেওয়া জরুরি। যেমন— ১। আওয়ার গ্লাস ফিগার হলে ভি-নেক, স্কুপ-নেক বা সুইটহার্ট-নেক গলা আর কলারবোনকে সুন্দর করে তুলে ধরে। সঙ্গে পরতে পারেন লম্বা চেন বা লেয়ার্ড পেন্ডেন্ট। 

২। পিয়ার শেপড ফিগার-এ ভি-নেক বা স্কুপ-নেক গলার দিকে চোখ টানে, ভারী কোমরের দিকে নজর যায় না। এর সঙ্গে ছোট্ট চোকার বা ঝলমলে স্টেটমেন্ট নেকপিস দারুণ মানায়। 

৩। চৌকো ধাঁচের ফিগার হলে রাউন্ড, স্কোয়ার বা কলার নেকলাইনে চেহারা ভরাট দেখায়। এর সঙ্গে মানিয়ে যায় অ্যান্টিক রুপোর হার বা বিডসের গয়না। 

দুর্গাপুজোর সময় সাজগোজে নতুনত্ব আনার সহজ উপায় হলো পোশাকের নেকলাইনের সঙ্গে মানানসই গয়না বেছে নেওয়া। ব্লাউজ বা কুর্তি যেমনই হোক না কেন, সঠিক গয়নার ছোঁয়ায় আপনার উৎসবের সাজ পাবে এক অন্য মাত্রা। তাই এ বার পুজোয় শুধু পোশাক নয়, নজর দিন গয়নার মেলবন্ধনেও।

You might also like!