শিমলা, ৭ সেপ্টেম্বর : চলতি বছরের বর্ষার মরসুমে হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত ৪৪০ জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টিতে রাজ্যের ৮,০০০-রও বেশি ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস এবং বহু ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার হিমাচল প্রদেশের দুর্যোগ মোকাবিলা বিভাগ সূত্রে জানা গেছে এই বিষয়ে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর সূত্রে জানা গেছে, বর্ষার মরসুমের শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে ১২২টি ধসের ঘটনা ঘটেছে। ৯৫টি হড়পা বান, ৪৫টি মেঘভাঙা বৃষ্টি হয়েছে।