Entertainment

12 hours ago

Aly Goni Slams Trolls over Jasmin bhasin:প্রেমিক আপত্তি তুললেন ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলায়, জ্যাস্মিনের ভিডিওতে আলোচনার ঝড়

Aly Goni Slams Trolls over Jasmin bhasin
Aly Goni Slams Trolls over Jasmin bhasin

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:গণেশচতুর্থীর আনন্দমুখর পরিবেশে সামাজিক যোগাযোগমাধ্যমে সরগরম হয়ে উঠেছে আলি গোনি ও জ্যাস্মীন ভসীনের নাম। নেটিজেনরা অভিনেতা আলির আচার-আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রেমিকা জ্যাস্মীন বারবার অনুরোধ করেও ‘গণপতি বাপ্পা মোরয়া’ বলতে রাজি হননি আলি। একই সময়ে জ্যাস্মীন ভসীনের বোরখা পরা ছবি ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় জল্পনা তুঙ্গে—অভিনেত্রী কি প্রেমিকের ধর্ম গ্রহণ করলেন?

মুম্বইয়ে এক বন্ধুর বাড়ির গণেশপুজোয় প্রেমিকা তথা অভিনেত্রী জ্যাস্মীন ভসীনের সঙ্গে উপস্থিত ছিলেন আলি গনি। সেখানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, সকলে গণেশের নাম জপ করলেও আলি চুপ করে রয়েছেন। এমনকি জ্যাস্মীন তাঁকে ‘গণপতি বাপ্পা মোরয়া’ রব তুলতে বললেও তিনি চুপ করে থাকেন। বদলে ‘চিউইং গাম’-এর মতো কিছু একটা চিবোতে দেখা যায় আলি গনিকে। এই দেখে ক্ষুব্ধ তারকাজুটির অনুরাগীরা।

এরই মাঝে বোরখা পরা অবস্থায় মদিনায় ঘুরতে দেখা যায় জ্যাস্মীনকে। এর পর ফের সমালোচনার মুখে পড়েন আলি। এই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘‘আমি, আমার বোন ও জ্যাস্মীন মদিনা গিয়েছিলাম। সেখানে ওদের ওই পোশাক ছাড়া ভিতরে ঢুকতে দিচ্ছিল না। তখন পাশে দোকান থেকে কিনে অবয়া (বোরখা) পরে। আমি কি তাই বলে ওকে রোজ়া রাখতে বলেছি? না কি আমার ধর্মের নিয়ম পালন করতে বলেছি? একই ভাবে, জ্যাস্মীনও কখনও জোর করেনি আমাকে ওর ধর্ম মানতে। জোর করে কিছু হয় না। যে যার ধর্ম মানছে মানুক।’’ এই বিষয় নিয়ে, নেটদুনিয়ার একটা অংশ আলির সমালোচনা করলেও অন্য একটা অংশ অভিনেতার পক্ষ নিয়েছেন।


You might also like!