kolkata

1 day ago

FOOD PRICE HIKE: যুদ্ধের আবহে খাদ্যপণ্যে অন্যায্য মূল্যবৃদ্ধি রুখতে তৎপরতা, জরুরি বৈঠক নবান্নে

Chief Minister holds emergency meeting in Nabanna today
Chief Minister holds emergency meeting in Nabanna today

 

কলকাতা, ৮ মে : সীমান্তে যুদ্ধ পরিস্থিতির আবহে যাতে অসাধু ব্যবসায়ীরা পকেট ভরার সুযোগ না পায়, নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম যাতে নিয়ন্ত্রণে থাকে, তা নিশ্চিত করতেই বৃহস্পতিবার নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক হবে বিকেল সাড়ে পাঁচটায়। রাজ্য সরকারের তরফে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এক বিশেষ টাস্ক ফোর্স রয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা শোনার পরপরই সরকারের পক্ষ থেকে সেই টাস্ক ফোর্স সদস্যদের বৈঠকে যোগ দিতে জানানো হয়। পাশাপাশি ডাকা হতে পারে রাজ্যের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদেরও। উপস্থিত থাকবেন প্রশাসনের শীর্ষকর্তা এবং পুলিশ আধিকারিকরাও।


You might also like!