হাওড়া, ২৮ এপ্রিল : ‘‘জগন্নাথ ধামে যাচ্ছি। সবাই ভাল থেকো। নিজেদের মধ্যে ঐক্য-সম্প্রীতি-শান্তি বজায় রেখো।’’ এই আর্জি জানিয়ে দিঘার উদ্দেশে সোমবার সকালে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কপ্টারে চেপে দিঘা যান তিনি। বুধবার, অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরে প্রাণপ্রতিষ্ঠা। মঙ্গলবার রয়েছে বিশেষ হোমযজ্ঞ। নবান্ন সূত্রে খবর, সেই যজ্ঞে যোগ দেওয়ার জন্যই সোমবার সকালে রওনা দেন মুখ্যমন্ত্রী।
মন্দির সূত্রে খবর, বুধবার দিঘার জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও বিভিন্ন উপাচার শুরু হয়েছে কয়েক দিন আগে থেকেই। পুরীর মন্দিরের রাজেশ দয়িতাপতির নেতৃত্বে শুরু হয়েছে শান্তিযজ্ঞ। রয়েছেন ইসকনের সহ-সভাপতি রাধারমণ দাসও। ইসকনের বিভিন্ন শাখার অন্তত ৬০ জন ভক্তও মাঙ্গলিক কাজে যোগ দিয়েছেন। নবান্ন সূত্রে খবর, এই আচারে যোগ দিতেই সোমবার দিঘার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী।