kolkata

1 month ago

Sukanta slammed Pakistan: পাকিস্তানের অবস্থা ভিক্ষুকের মতো,সুকান্ত মজুমদার

Sukanta Majumdar
Sukanta Majumdar

 

কলকাতা, ৯ মে : পাকিস্তানের অবস্থা ভিক্ষুকের মতো, কটাক্ষ করে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, "পাকিস্তানের অবস্থা ভিক্ষুকের মতো। তাদের যুদ্ধ এড়ানো উচিত ছিল, কিন্তু তারা যুদ্ধের মেজাজে আছে বলে মনে হচ্ছে। ভারত সর্বদা শান্তির পক্ষে, আমাদের ধর্মগ্রন্থে বলা হয়েছে 'অহিংসা পরমো ধর্ম'। কিন্তু কেউ যদি হিংসা চায়, আমরাও তার প্রতিশোধ নিতে সক্ষম।"

সুকান্ত মজুমদার আরও বলেছেন, "প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে, এই ভারত রূপান্তরিত হয়েছে। যেভাবে সমস্ত সশস্ত্র বাহিনী পাকিস্তানকে উপযুক্ত জবাব দিচ্ছে, ভবিষ্যতে তারা আরও উপযুক্ত জবাব দেবে। আমরা সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিতে আক্রমণ করেছি। এরপর, যেভাবে পাকিস্তান ভারতের জনবসতি এলাকা এবং সেনা ছাউনিগুলিকে লক্ষ্যবস্তু করেছে, তাতে ভারতের কাছ থেকে আরও উপযুক্ত জবাব পাবে। আমি বলব, প্রধানমন্ত্রী মোদীর উপর বিশ্বাস রাখুন।"


You might also like!