নয়াদিল্লি, ১ মে : মহারাষ্ট্রের প্রতিষ্ঠা দিবসে রাজ্যবাসীকে হার্দিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, মহারাষ্ট্র অগ্রগতির একটি শক্তিশালী স্তম্ভ। যথাযোগ্য মর্যাদার সঙ্গে বৃহস্পতিবার ৬৫-তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে মহারাষ্ট্র।
এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারতের উন্নয়নে সর্বদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাজ্যের জনগণকে মহারাষ্ট্র দিবসের শুভেচ্ছা। মহারাষ্ট্রের কথা ভাবলেই রাজ্যের গৌরবময় ইতিহাস এবং জনগণের সাহসের কথা আমাদের মনে আসে। এই রাজ্য অগ্রগতির একটি শক্তিশালী স্তম্ভ হিসেবে রয়ে গিয়েছে এবং একই সঙ্গে নিজস্ব শিকড়ের সঙ্গে সংযুক্ত রয়েছে। রাজ্যের অগ্রগতির জন্য আমার শুভকামনা।"
Maharashtra Day greetings to the people of the state, which has always played a vital role in India’s development. When one thinks of Maharashtra, its glorious history and the courage of the people come to our mind. The state remains a strong pillar of progress and at the same…
— Narendra Modi (@narendramodi) May 1, 2025