জয়পুর, ৫ মে : স্বস্তির বৃষ্টিতে ভিজল মরুরাজ্য রাজস্থান। সোমবার সকালে রাজস্থানের পালি, উদয়পুর, আজমের-সহ বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আবহাওয়ার এই পরিবর্তনে গরম থেকে স্বস্তি পেয়েছেন রাজস্থানের মানুষজন। পালি জেলায় আবার বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে দমকা হাওয়া বইতে থাকে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার সকাল থেকেই আজমের জেলার বেওয়ারে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত হয়। যার ফলে তাপমাত্রা কমে গিয়েছে অনেকটাই, তাপ থেকে স্বস্তি পেয়েছেন মানুষজন। জেলাজুড়ে তীব্র বাতাস বইতে থাকে এবং শহর ও আশেপাশের এলাকায় দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। সোমবার সকাল থেকে পালি জেলাতেও প্রবল বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বইতে থাকে। গাছপালা ভেঙে পড়ে এবং বেশ কয়েকটি এলাকায় রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। এদিন সকালে আবার ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল রাজস্থানের মাউন্ড আবু।