kolkata

1 month ago

R N Tagore Birth Anniversary: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রীর বার্তা

R N Tagore Birth Anniversary
R N Tagore Birth Anniversary

 

কলকাতা, ৯ মে : কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়াতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খন্ড ক্ষুদ্র করি... " কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে আমাদের প্রাণের ঠাকুরকে জানাই আমাদের অন্তরের শ্রদ্ধা ও প্রণাম। শুধু ২৫ শে বৈশাখ নয়, প্রতিদিনই আমরা তাঁকে স্মরণ করি। আমাদের দিশায়, আমাদের ভাষায়, আমাদের আশায় - সব কিছুতেই তিনি। সারা বিশ্ব তাঁর সৃষ্টির আলোকে আলোকিত।


You might also like!