kolkata

11 months ago

Kolkata metro inauguration: গঙ্গার নীচ দিয়ে মেট্রো পরিদর্শনে মোদী! গেল প্রস্তাব, ১ ঘণ্টায় ৩ লাইনের সূচনা?

Kolkata metro inauguration (File Picture)
Kolkata metro inauguration (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গঙ্গার নীচ দিয়ে কি মেট্রোয় চেপে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আপাতত সেই চেষ্টা চালাচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, রেলওয়ে বোর্ডের কাছে যে প্রস্তাব পাঠানো হয়েছে, তাতে আর্জি জানানো হয়েছে যে গঙ্গার তলা দিয়ে প্রধানমন্ত্রী যেন মেট্রোয় চেপে যান। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান না গিয়ে হাওড়া স্টেশন (ভারতের গভীরতম মেট্রো স্টেশন) পর্যন্ত গেলেও হবে বলে ওই প্রস্তাবে জানানো হয়েছে। যদিও আদৌও সেটা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, রেলওয়ে বোর্ডের কাছে যে প্রস্তাব গিয়েছে, তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সবুজ সংকেত মিললে তবেই মেট্রোয় চেপে গঙ্গার তলা দিয়ে যাবেন মোদী।

এমনিতে আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে প্রধানমন্ত্রী যখন ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশের (৪.৮ কিলোমিটারের মধ্যে ৫২০ মিটার গঙ্গার তলা দিয়ে গিয়েছে) উদ্বোধন করবেন, সেইসময় তাঁর ঠাসা কর্মসূচি থাকবে বলে সূত্রের খবর। সংশ্লিষ্ট মহলের দাবি, নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশ এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডরের তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত অংশের উদ্বোধনের পাশাপাশি আরও একাধিক রাজনৈতিক কর্মসূচি থাকতে পারে মোদীর। সেই পরিস্থিতিতে উদ্বোধনের জন্য মোদী কতক্ষণ সময় দেবেন, তা স্পষ্ট নয়।

মোদী যদি গঙ্গার তলা দিয়ে মেট্রো চেপে যান, তাহলে মোটামুটি কতক্ষণ সময় চাই? মেট্রো সূত্রে খবর, গঙ্গার তলা নিয়ে মোদী যদি মেট্রোয় চেপে যান, তাহলে মোটামুটি ঘণ্টাখানেক লাগবে। তবে শেষপর্যন্ত সেটা হবে কিনা, তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপর নির্ভর করছে বলে সূত্রের খবর। বাকি দুটি অংশের উদ্বোধন নিয়েও পরিকল্পনা চলছে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।

সেই প্রস্তুতি চললেও এখনও খাতায়কলমে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করার অনুমোদন পায়নি ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের হাওড়া ময়দান-এসপ্ল্যানেড অংশ এবং মাঝেরহাট মেট্রো। চলতি মাসের গোড়ার দিকে পরিদর্শন সারেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনককুমার গর্গ। কয়েকটি পরামর্শ দেন। সেইমতো পদক্ষেপ করেছে মেট্রো রেল সূত্রে খবর। তবে এখনও চূড়ান্ত অনুমোদন আসেনি। যা বাণিজ্যিক পরিষেবা শুরু করার জন্য আবশ্যিক। শুধুমাত্র নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা শুরুর অনুমতি দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি।

You might also like!