Country

10 hours ago

Prayagraj Road Accident: পথ দুর্ঘটনার কবলে প্রয়াগরাজগামী পুণ্যার্থীরা; নিহত ২, আহত ৩ জন

Prayagraj Road Accident (Symbolic picture)
Prayagraj Road Accident (Symbolic picture)

 

রায়পুর, ২২ ফেব্রুয়ারি : বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজ যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লেন পুণ্যার্থীরা। ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের কেশকাল এলাকার বড় মোড়ের কাছে। শনিবার সকালে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় এবং ৩ জন গুরুতর আহত হন। পুলিশ সূত্রে জানা গেছে, একটি গাড়িতে ৬ জন যাত্রী বেঙ্গালুরু থেকে প্রয়াগরাজ যাচ্ছিলেন। কেশকাল অঞ্চলের জাতীয় সড়কের বড় মোড়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত ৩ জনকে হাসপাতালে পাঠানো হয়।


You might also like!