Country

10 hours ago

Kapil Mishra: কেজরিওয়াল সরকার দিল্লির রাস্তার অবস্থা খারাপ করে তুলেছে, কপিল মিশ্র

Kapil Mishra
Kapil Mishra

 

নয়াদিল্লি, ২২ ফেব্রুয়ারি : দিল্লির পূর্বতন সরকার ও আম আদমি পার্টির তীব্র সমালোচনা করলেন দিল্লির মন্ত্রী কপিল মিশ্র। শনিবার কপিল মিশ্র বলেছেন, "অরবিন্দ কেজরিওয়ালের সরকার দিল্লির রাস্তার অবস্থা আরও খারাপ করেছে। সর্বত্রই সড়ক হয় ভাঙা অথবা ধুলাবালি, রয়েছে গর্ত ও জলাবদ্ধতা।"

কপিল মিশ্র আরও বলেছেন, "মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীরা আজ রাস্তায় নেমেছেন, কর্মকর্তাদের সব রাস্তা ঠিক করতে হবে, তাতে কোনও সন্দেহ নেই। অরবিন্দ কেজরিওয়ালের কাজ না করার সংস্কৃতি, সেই সংস্কৃতি এখন শেষ হয়ে যাবে। সমস্ত বিভাগের আধিকারিকদের বুঝতে হবে, এখন কাজগুলি প্রধানমন্ত্রী মোদীর অধীনে হচ্ছে এবং এটি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরাসরি নির্দেশে।"


You might also like!