kolkata

22 hours ago

Recruitment Scam: প্রাথমিক মামলায় ‘কাকু’র বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই

Sujay Krishna Bhadra
Sujay Krishna Bhadra

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ক'দিন আগেই অন্তর্বর্তী জামিন পেয়েছেন সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এখন তিনি নিজের বেহালার বাড়িতেই রয়েছেন। এবার তাঁর বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শুক্রবার কলকাতা নগরদায়রা আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। এছাড়াও বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ও অরুণ হাজরার নামও রয়েছে চার্জশিটে।

প্রাথমিক দুর্নীতি মামলাতেই ‘কাকু’কে প্রথমে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘ দিন তিনি প্রেসিডেন্সি জেলে ছিলেন। পরে একই মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে ‘কাকু’ আদালতে সশরীরে হাজিরা দিতে পারছিলেন না। ফলে সিবিআইকে বার বার খালি হাতে ফিরতে হচ্ছিল।

আদালতে তারা জানিয়েছিল, ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা প্রয়োজন। সেই কারণেই তাঁকে ‘শোন অ্যারেস্ট’ (হেফাজতে থাকা ব্যক্তিকে আবার হেফাজতে নেওয়া) করতে চায় সিবিআই। ‘কাকু’র অসুস্থতার কারণে দীর্ঘ দিন সেই প্রক্রিয়া ঝুলে ছিল। পরে তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। আদালত থেকে এর পর শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান সুজয়কৃষ্ণ। শুক্রবার তাঁর বিরুদ্ধে প্রাথমিক মামলার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় সংস্থা।

You might also like!