Country

3 days ago

Tragedy in Himachal:হিমাচলের মান্ডিতে খাদে পড়ল বাস, মর্মান্তিক মৃত্যু ৫ যাত্রীর

Himachal bus accident
Himachal bus accident

 

মান্ডি, ২৪ জুলাই : হিমাচল প্রদেশের মান্ডি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর। মান্ডির পুলিশ সুপার সাক্ষী বর্মা বলেছেন, বৃহস্পতিবার মান্ডি শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে সরকাঘাট মহকুমার মাসেরান এলাকার কাছে একটি বাস খাদে পড়ে যায়, দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের সকলকে সরকাঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। পুলিশ এবং স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে।

পুলিশ জানিয়েছে, মান্ডি জেলার সরকাঘাট মহকুমার মাসেরানের কাছে তারাংলার অদূরে একটি এইচআরটিসি বাস রাস্তা থেকে প্রায় ২৫ মিটার দূরে পড়ে যায়, যার ফলে ৫ জনের মৃত্যু এবং অনেকে আহত হন। বাসটি সরকাঘাট থেকে দুর্গাপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে, গুরুতর আহত তিন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য এইমস-বিলাসপুরে রেফার করা হয়েছে।


You might also like!