kolkata

1 day ago

Attempt to hit Shobhan-Baisakhis car: শোভন-বৈশাখীর গাড়িতে ধাক্কা দেওয়ার চেষ্টা, চাঞ্চল্য

Attempt to hit Shobhan-Baisakhis car
Attempt to hit Shobhan-Baisakhis car

 

কলকাতা, ২১ ফেব্রুয়ারি : পুলিশের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেলেন কলকাতার প্রাক্তন মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়। কলকাতার ব্যস্ত বাইপাসে প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের গাড়িতে ধাক্কা মারার চেষ্টা হয়। ওই গাড়িতেই ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। তাঁদের গাড়িতে ধাক্কা না মারতে পারায় শেষমেশ পুলিশের এসকর্ট কারকে পিছন থেকে ধাক্কা মারার অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে খবর।

জানা গেছে, একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফেরার সময় ঘটে এই ঘটনা। অভিযোগ, পুলিশের একটি এসকর্ট কারকে টপকে শোভনের গাড়িকে একাধিকবার ধাক্কা দেওয়ার চেষ্টা করে একটি গাড়ি। কিন্তু পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লাগতেই পালানোর চেষ্টা করে গাড়িটি। কিছুদূরেই পুলিশ ওই গাড়িটিকে আটক করে। ঘটনার পিছনে কোনও অভিসন্ধি রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

You might also like!